প্রায় ১৮ মাস পর নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার দ্বারপ্রান্তে পল পগবা। ফ্রান্সের লিগ ওয়ানের ক্লাব মোনাকোর সঙ্গে দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন এই বিশ্বকাপজয়ী তারকা। শনিবার ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ২০২৭ সাল পর্যন্ত মোনাকোর জার্সিতেই দেখা যাবে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডারকে।

চুক্তিতে সই করার সময় আবেগ ধরে রাখতে পারেননি পগবা। ক্লাবের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মাথা নিচু করে নিজের হাতে মুখ লুকিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এরপরই চুক্তিতে সই করেন এবং তাকে জড়িয়ে ধরেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর থিয়াগো স্কুরো ও তার প্রতিনিধি।

ভিডিওতে স্কুরো বলেন, 'সময় নাও, এটা খুব সুন্দর একটি মুহূর্ত। আমাদের জন্য যেমন, তোমার জন্যও তেমনি।' জবাবে পগবা বলেন, 'ধন্যবাদ, আমি সত্যিই কৃতজ্ঞ।' স্কুরো আরও বলেন, 'এটা কেবল শুরু। সামনে অনেক পথ বাকি। তুমি সঠিক জায়গায়, সঠিক মানুষদের সঙ্গে আছো।' পগবা সংক্ষেপে বলেন,'আপনাদের আস্থার জন্য ধন্যবাদ।'

২০২৩ সালের আগস্টে জুভেন্টাসের হয়ে সর্বশেষ খেলেছিলেন পগবা। পরে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় তাকে চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে তদন্তে জানা যায়, এটি ইচ্ছাকৃত ছিল না। আপিলের পর সেই শাস্তি কমে ১৮ মাসে নেমে আসে, যা শেষ হয় ২০২৫ সালের মার্চে।

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার জন্য নিজেকে প্রস্তুত করছিলেন পগবা। এ সময় তাকে নিয়ে এমএলএস, সৌদি প্রো লিগ ও তুরস্কের কয়েকটি ক্লাবে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তিনি নিজ দেশ ফ্রান্সে ফিরে মোনাকোকে বেছে নেন। 

বিডি প্রতিদিন/মুসা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews