করোনার বুস্টার ডোজ নিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। সোমবার (১৬ জুন) সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে টিকার বুস্টার ডোজ গ্রহণ করেন তিনি।

ঢাকার সিভিল সার্জন কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। এসময় তার সঙ্গে আরও বুস্টার ডোজ নেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী, উপদেষ্টার একান্ত সচিব মো. আবু ওয়াদুদ।

এই টিকাদান কার্যক্রম সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই'র সার্বিক সহযোগিতায় এবং ঢাকার সিভিল সার্জন কার্যালয় তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয়।

টিকা প্রদানের সময় উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মো. শফিউর রহমান, ঢাকার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সরকার ফারহানা কবীর, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা।

সিভিল সার্জন কার্যালয় জানায়, সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতর সবাইকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ গ্রহণে উৎসাহিত করছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews