খুশকিমুক্ত চুল পেতে আনুষ্কা শর্মা যা করেন

বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মার রূপচর্চা ও চুলের যত্ন নিয়ে জানার আগ্রহ অনেকের। এ অভিনেত্রী নিজের চুলের যত্নের ব্যাপারে খুব সচেতন। শীতকালে তার চুলে যেন খুশকি না হয়, এজন্য তিনি নেন বাড়তি যত্ন। না, বাজারের পণ্য নয়। তিনি মেনে চলেন নিজস্ব হেয়ার কেয়ার হ্যাকস। 

অনুষ্কা শর্মা মাথায় বিশেষ এক ধরনের তেল মাখেন, যা খুশকির সমস্যা থেকে রেহাই দেয়। পাশাপাশি মাথার তালুতে চুলকানির সমস্যাও দূর করে।

নারকেল তেলের পাশাপাশি তিলের তেলও মাথায় মাখেন অনুষ্কা। তিলের তেল মাথার তালুতে র্যাপশ, চুলকানিসহ যেকোনো সমস্যা দূর করতে পারে। কেননা এ তেলে রয়েছে ভিটামিন বি, ই, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, যা চুলের গোড়া মজবুত করে। তিলের তেলে থাকে অ্যান্টিঅক্সিড্যান্ট যা অকালে চুল পাকার সমস্যাও দূর করে। তিলের তেলের সঙ্গে আরও কিছু উপাদান মিশিয়ে আনুষ্কা নিজেই বানান এমন একটি তেল যা খুশকির সমস্যা চিরতরে নির্মূল করে।

শীতে যাদের মাথার ত্বকে চুলকানি হয়, খুশকি হয়, তারা আনুষ্কা শর্মার এই হ্যাকস বানিয়ে নিতে পারেন। এরপর নিয়ম মেনে তা ব্যবহার করতে পারেন।

কীভাবে বানাবেন?
উপকরণ

এক কাপ নারকেল তেল, এক কাপ তিলের তেল, কয়েকটি তাজা নিম পাতা,  ছোট ছোট টুকরো করে নেওয়া আমলকী, এক চা চামচ মেথি, আধা কাপ গোলাপের পাপড়ি।

প্রণালী

একটি প্যানে সব উপকরণ মিশিয়ে অল্প আঁচে চুলায় বসিয়ে ফুটতে দিন। ধীরে ধীরে মিশ্রণটি নাড়তে হবে, যেন পাত্রের নিচে লেগে না যায়। গ্যাসের আঁচ একদম কম রাখতে হবে। ভালো করে ফুটলে যখন মিশ্রণটি খয়েরি রঙের হবে তখন গ্যাস বন্ধ করে নামিয়ে ঠান্ডা হতে দিন। তারপর একটি বায়ুনিরোধক পাত্রে তেলটি ঢেলে রাখুন। সপ্তাহে দু’দিন ব্যবহার করলেই খুশকির সমস্যা দূর হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews