দ. কোরিয়ায় দুর্নীতির অভিযোগে দেশটির গোয়েন্দা সংস্থার সাবেক দুই গোয়েন্দা প্রধান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট পাক কুন হে'র এক সহযোগিকে ঘুষ প্রদানের দায়ে গ্রেফতার করা হয়েছে।  

শুক্রবার তাদের গ্রেফতার করা হয়।

ন্যাম জায়ে জুন ও লী বায়ুং-কি নামের ওই দুইজনের বিরুদ্ধে অভিযোগ, তারা জাতীয় গোয়েন্দা সংস্থার (এন আইএস) প্রধান থাকা অবস্থায় পার্কের সাবেক দুই সহযোগিকে ব্যবসায়ীদের পেশার উন্নয়নের নামে ৪ বিলিয়ন ইউয়ান ঘুষ গ্রহণ করেছেন।

পালিয়ে যাওয়ার ঝুঁকি ও প্রমাণাদি যাতে করে ধংস না করতে না পারে সে কারণে সিউল কেন্দ্রীয় জেলা কোর্ট তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।  

সাবেক দক্ষিণ কোরীয় নেতা পাক কুন হে চলতি বছর ক্ষমতাচ্যুত হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। ঘুষ গ্রহণ ও অযাচিত প্রভাব খাটানোর দায়ে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

ন্যাম এবং লী যথাক্রমে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত পার্কের অধীনে চাকরি করেন। এ সময় তারা ঘুষ, অর্থ আত্মসাৎ ও রাষ্ট্রীয় কোষাগারের অর্থ আত্মসাৎ করায় তাদের বিরুদ্ধ মামলা হয়েছে।

বিডিপ্রতিদিন/ ১৭ নভেম্বর, ২০১৭/ ই জাহান



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews