যেকোনো উৎসবের আনন্দ সবচেয়ে বেশি উপভোগ করেন শিশুরা। ঈদও তার ব্যতিক্রম নয়। অনেকে মনে করেন, ঈদের সত্যিকার আনন্দ পাওয়া যেত ছোটবেলায়। শিশুদের ঈদ আনন্দকে মাথায় রেখে অনুষ্ঠানের পসরা সাজিয়েছে দেশীয় কয়েকটি টেলিভিশন চ্যানেল। দেখা যাক টেলিভিশনে কি থাকছে শিশুদের জন্য-

দুরন্ত টিভিতে ৫ দিন ব্যাপি শিশুতোষ অনুষ্ঠান

শিশুদের বিনোদনের বিষয় মাথায় রেখেই প্রতিষ্ঠিত হয়েছে দুরুন্ত টিভি। এবারের কোরবানি ঈদকে ঘিরে শিশুদের জন্য বেশকিছু ইংরেজি ছবি বাংলা সংলাপ দিয়ে দেখাবে চ্যানলটি। ঈদের দিন থেকে শুরু করে পাঁচ দিন ব্যাপি চলবে এই আয়োজন।

ঈদের দিন বুধবার রাত ১০ টায় দেখানো হবে ছবি ‘ম্যাডেলাইন’

বৃহস্পতিবার বিকেল ৩ টায় ‘হোম অ্যালোন ২’ এবং রাত ১০টায় প্রচারিত হবে অ্যানিমেটেড ছবি ‘আইস এজ’।

শুক্রবার বিকেল ৩টায় ‘হোম অ্যালোন ৩’ এবং রাত ১০টায় প্রচারিত হবে ‘ দ্য স্ম্যাফর্স ২’।

শনিবার বিকেল ৩টায় ‘বেবি’স ডে আউট’ এবং রাত ১০টায় প্রচারিত হবে অ্যানিমেটেড ছবি ‘ক্লাউডি উইথ আ চান্স অব মিটবলস‘।

রবিবার বিকেল ৩টায় ছবি ‘গারফিল্ড’ এবং রাত ১০টায় দেখানো হবে অ্যানিমেটেড ছবি ‘হোটেল ট্রানসিলভানিয়া ‘।

এছাড়া পাঁচদিন ব্যাপি কার্টুন, গেম-শোসহ থাকছে বিভিন্ন শিশুতোষ অনুষ্ঠান। 

দুরন্ত টিভি ছাড়াও শিশুদের জন্য ঈদ অনুষ্ঠানের আয়োজন করেছে বিটিভি এবং কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল।

বৃহস্পতিবার

বিটিভি-তে বৃহস্পতিবার বিকেল ৫টায় থাকছে শিশুদের নিয়ে অনুষ্ঠান।

এটিএন বাংলায় দুপুর ১টা ৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘নো চিন্তা ডু ফুর্তি’।

আরটিভি-তে ‘সিসিমপুর’ সকাল ১০টা ৫ মিনিটে।

মাছরাঙ্গা টিভি-তে সকাল ৯টায় কার্টুন ‘মোটু পাতলু’।

শুক্রবার

এটিএন বাংলায় শিশুদের নাচের অনুষ্ঠান ‘পায়েল বাজে’ প্রচারিত হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

আরটিভি-তে সকাল ১০টা ৫ মিনিটে ‘সিসিমপুর’

মাছরাঙ্গা টিভি-তে সকাল ৯টায় ‘মোটু পাতলু’।

বাংলা ইনসাইডার/ এইচপি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews