অবশেষে পেশাদার ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ভারতের সাবেক লেগস্পিনার পিযুশ চাওলা। 

৩৬ বছর বয়সীর ক্রিকেট ক্যারিয়ার দুই দশকেরও বেশি বিস্তৃত। ভারতের হয়ে খেলেছেন ৩টি টেস্ট, ২৫টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি। তবে ভারতের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কায় ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে। এর পর আর সুযোগ পাননি তিনি।

ঘরোয়া ক্রিকেটে চাওলা সর্বশেষ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খেলেছেন। সদ্য সমাপ্ত আইপিএলে দল পাওয়ার আশাতেই ২০২৪-২৫ মৌসুমের মুশতাক আলী ট্রফিতে অংশ নেন তিনি। কিন্তু দুর্ভাগ্য মেগা নিলামে তাকে কেনার আগ্রহ দেখায়নি কেউ। তার পর অবশ্য ওই টুর্নামেন্টের জন্য ক্রিকইনফোর একটি অনুষ্ঠানে অংশ হয়েছেন। 

৪টি ফ্র্যাঞ্চাইজির হয়ে চাওলা খেলেছেন ১৯২ টি আইপিএল ম্যাচ। খেলেছেন পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সে। নিয়েছেন ১৯২টি উইকেট। তার উল্লেখযোগ্য মৌসুমটা ছিল ২০১৪ সালে। তার সর্বশেষ আইপিএল ছিল ২০২৪ সালের সংস্করণ। সেবার মুম্বাইয়ে খেলেছেন তিনি। আইপিএলে তিনি চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি। 

তার ক্যারিয়ার সর্বোচ্চ চূড়া স্পর্শ করে ২০০৭ থেকে ২০১১ সালে। ভারতের হয়ে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। একইভাবে ছিলেন ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য। তাছাড়া ২০০৮ সালে অস্ট্রেলিয়ার মাঠে জেতা ত্রিদেশীয় সিরিজ জয়ী দলটিতেও ছিলেন তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews