মানিকগঞ্জে ফের মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (২ জুলাই) আনুমানিক সকাল ৭টার দিকে মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিলটি করে তারা। এতে নেতৃত্ব দেন একাধিক মামলার আসামি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম।

সকাল সোয়া ৯টার দিকে ঝটিকা মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক পেইজে শেয়ার করেন রাজিদুল। তবে মিছিলটি কোথায় হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

জানা গেছে, ৫ আগস্টের পটপরিবর্তনের পর মানিকগঞ্জে এ পর্যন্ত তিনটি ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। প্রথম মিছিলটি হয় গত ১৮ মার্চ মানিকগঞ্জের শহরের নবগ্রাম এলাকায়। দ্বিতীয় মিছিল হয়েছে গত ১৫ জুন। সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় ঝটিকা মিছিলটি হয়। আর তৃতীয়টি হয় আজ। এ তিন মিছিলের নেতৃত্ব দিয়েছে রাজিদুল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রমজান মাহমুদ বলেন, ‘একাধিক মামলার আসামি হয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল কীভাবে প্রকাশ্যে মিছিল করে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন করে কি হলো তাহলে। যাদের হাতে এখনও রক্ত লেগে আছে তারা কীভাবে প্রকাশ্যে মিছিল করার সাহস পায়। বিষয়টি আমার বোধগম্য মনে হচ্ছে না।’

মানিকগঞ্জ পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, ‘রাজিদুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। মিছিল হয়েছে বিষয়টি জেনেছি। মিছিলটি বারবারিয়ার দিকে সম্ভবত হয়েছে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews