আজকাল প্রায় সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। কিন্তু অনেক সময় দেখা যায়, কাজ শেষে মেসেজ চেক করতে গিয়ে বোঝা যায়—কেউ মেসেজ পাঠিয়েছিল, পরে সেটি ‘ডিলিট ফর এভরিওয়ান’ করে দিয়েছে। তখনই কৌতূহল জাগে—সেই মেসেজে কী লেখা ছিল?
এই সমস্যা সমাধানে এসেছে কার্যকর সমাধান। এখন আর চিন্তার কিছু নেই—ডিলিট করার পরেও আপনি সেই মেসেজ পড়ে ফেলতে পারবেন।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ 'Delete for Everyone' ফিচার চালু করেছে, যা ভুল করে পাঠানো মেসেজ ডিলিট করার সুযোগ দেয়। কিন্তু ডিলিটেড লেখা দেখে অনেকেই ভাবেন—“কী ছিল এতে?” এখন এই প্রশ্নের উত্তর সহজেই জানা সম্ভব।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য রয়েছে সমাধান। গুগল প্লে স্টোরে রয়েছে কিছু থার্ড পার্টি অ্যাপ, যেমন:
WAMR
WhatsRemoved+
এই অ্যাপগুলো ডাউনলোড করে প্রয়োজনীয় অনুমতি দিলেই—কেউ মেসেজ পাঠিয়ে ডিলিট করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে অ্যাপে সেভ হয়ে যাবে। ফলে মূল হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে ডিলিট হলেও, আপনি সেগুলো অ্যাপের মাধ্যমে পড়তে পারবেন।
তবে আইফোন ব্যবহারকারীদের জন্য এখনো এমন সুবিধা নেই। কারণ iOS সিস্টেম থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে এই তথ্য অ্যাক্সেস করার অনুমতি দেয় না।