আগামী সোমবার (৭ জুলাই) সিলেটে বিএনপির সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়েছে, ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ বেলা ১১টায় নগরীর পাঠানটুলাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে নগরীর লামাবাজারের একটি হোটেল মিলনায়তনে আসন্ন সমাবেশটি সফল করতে প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, এম এ মালিক ও আরিফুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জি.কে. গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ জেলা-মহানগরের নেতৃবৃন্দ।

নেতারা বলেন, সিলেটবাসী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে এই অঞ্চলের নেতাকর্মীদের ত্যাগ জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। মহাসচিবের আসন্ন সমাবেশ হবে সেই আন্দোলনের বছর পূর্তিতে নতুন প্রেরণা।

সভায় নেতৃবৃন্দ জনসম্পৃক্ত ও শৃঙ্খলাবদ্ধ কর্মকৌশলের ওপর গুরুত্বারোপ করে বলেন, কোনো কর্মকাণ্ড যেন জনমনে বিরক্তি সৃষ্টি না করে, সে বিষয়ে সচেতন থাকতে হবে।

সভায় জেলা, মহানগর ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, ডা: নাজমুল ইসলাম, শাহাব উদ্দিন আহমদ, শাহজামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, নেওয়াজ বক্ত তারেক, শাকিল মোর্শেদ, আবুল কাশেম, শামীম আহমদ,আব্দুর রহমান, মকসুদ আহমদ, আজিজুর রহমান আজিজ, মাহবুব আলম, আফসর খান, জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, আশরাফুল আলম বাহার, বজলুর রহমান ফয়েজ, সুদীপ জ্যোতি এষ, আব্দুল আহাদ, ফাহিমা কুমকুম, জুবের আহমদ, ফজলে রাব্বি আহসান প্রমুখ।

প্রস্তুতি সভায় সমাবেশস্থলের নিরাপত্তা, জনসমাগম ও সাংগঠনিক কাজের সমন্বয়ে একাধিক উপ-কমিটি গঠন করা হয় এবং দায়িত্ব বণ্টন করা হয়। সভা শেষে নেতৃবৃন্দ সানরাইজ কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন এবং আয়োজন সংক্রান্ত প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews