শাকিব খানের সঙ্গে বিয়েতে কত ভরি গহনা পরেছিলেন অপু বিশ্বাস - the Bengali Times

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেছিলেন। এ বিয়ের খবর দীর্ঘ প্রায় আট বছর গোপন রেখেছিলেন এ দম্পতি। তবে ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে অপু বিশ্বাস তাদের সন্তান আব্রাম খান জয়কে নিয়ে বিয়ের এ খবর প্রকাশ্যে আনেন।

খবরটি প্রকাশের পরই তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ২০১৮ সালের ১২ মার্চ আইনি বিচ্ছেদের মাধ্যমে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। তবে পাকাপাকি বিচ্ছেদ হলেও এখনো শাকিবের সঙ্গে সুসম্পর্ক রয়েছে অপুর। শুধু তাই নয় শাকিব খান অপু তাদের সন্তান আব্রাম খান জয়ের সব ধরনের দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

- Advertisement -

এসব কারণে প্রায়ই সন্তানের বাবাকে নিয়ে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয় অপু বিশ্বাসকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয়, শাকিব খানের সঙ্গে বিয়েতে তিনি কত ভরি গহনা পরেছিলেন। এমন প্রশ্নের উত্তরে অপু মুচকি হেসে বলেন, কত ভরি, সেটা বলা কি খুব দরকার? গোপনে বিয়ে করেছিলাম তো। সুতরাং যতটা পরার কথা ছিল ততটা পরিনি। খুবই ছিমছামভাবে বিয়ে হয়েছিল আমাদের।

তিনি আরও বলেন, যেহেতু তাদের বিয়েটি গোপনে হয়েছিল, তাই গহনার চাকচিক্য নয়, ভালোবাসাটাই ছিল সেই বিয়ের মূল বিষয়।

বিয়ের পর অপু বিশ্বাসের ধর্ম পরিবর্তন নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছিল। এ বিষয়ে অপু এক সাক্ষাৎকারে জানান, ‘সত্যি বলতে, বিয়ের পরও আমি নিজের ধর্মেই ছিলাম। ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি, ক্যারিয়ারের জন্য। শাকিব তখন আমার স্বামী ছিল, তাকে সাপোর্ট করাই আমার দায়িত্ব ছিল। সবাই ভাবত যেহেতু আমি মুসলিম ছেলেকে বিয়ে করেছি, আমিও মুসলিম হয়েছি। কিন্তু আসলে আমি হিন্দুই ছিলাম এবং আছি। বিয়ের পর ধর্ম পরিবর্তনের যে আনুষ্ঠানিকতা থাকে, সেগুলো হয়নি।

সাক্ষাৎকারে অপু আরও জানান, সন্তানকে নিয়ে ফেসবুক লাইভে আসার পরেই সবাই জানতে পারেন তিনি বিবাহিত এবং শাকিব খানই তার সন্তানের বাবা।

- Advertisement -



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews