ক্ষমতায় গেলে নারীদের সম্মানিত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নারীদের কর্মে নিয়োগের নীতিমালা করা হবে। কর্মক্ষেত্রে নারীরা পাঁচ ঘণ্টা কাজ করবেন বিনিময়ে আট ঘণ্টার পারিশ্রমিক পাবেন। পাঁচ ঘণ্টার পারিশ্রমিক মালিকপক্ষ পরিশোধ করবেন এবং তিন ঘণ্টার পারিশ্রমিক সরকার পরিশোধ করবে।

সোমবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুরে ইসলামী ব্যাংক মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘ডা. শফিকুর রহমান সমর্থক গোষ্ঠী’ মিরপুর-কাফরুল অঞ্চল (ঢাকা-১৫ আসন) আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামীর আমির ব্যাখ্যা করেন, ‘যে জাতি মাকে সম্মান করে, আল্লাহ সেই জাতিকে সম্মানিত করে। চোররা চুরি করে, সমাজ থেকে পকেট কেটে-লুণ্ঠন করে যে টাকা নিয়ে যায় সে টাকা ফেরত আসলে, সেই টাকার সদ্বব্যবহার যদি করা যায় মায়েদের রানির মর্যাদায় প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ। মায়েরা ৫ ঘণ্টা কাজ করে ৮ ঘণ্টার বেতন পাবেন ইনশাআল্লাহ। তবে সেই ৩ ঘণ্টার বেতন শিল্প মালিকদের দিতে হবে না। এটা দিতে বাধ্য থাকবে সরকার।’

তিনি বলেন, ‘আমরা একটা কল্যাণ রাষ্ট্র গড়তে চাই। সরকার সবার কাছ থেকে ট্যাক্স নেয়, সরকারের দায়িত্ব হলো সমাজের চাকা চালু রাখা। সরকারের দায়িত্ব হচ্ছে ওই সমস্ত মায়েদের বাকি তিন ঘণ্টার বেতন পরিশোধ করা।’

জামায়াত আমির বলেন, ‘বলবেন ঠিক আছে বেতন না হয় দেবেন, তিনঘণ্টা যে খালি হয়ে গেছে সেই কাজের গ্যাপ কীভাবে পূরণ হবে? দুনিয়ার বহু দেশে পার্ট টাইম সরকারি জব আছে। অনেক মহিলা ৮ ঘণ্টা সময় দিতে পারবে না, বাচ্চা আছে-সংসার আছে- এজন্য অনেকে জব ছেড়ে দেয়। তারা যখন দেখবেন ৩ ঘণ্টার আমার একটা সুযোগ আছে, বলবে ঠিক আছে ৩ ঘণ্টা আমার সেই প্রয়োজন পূরণ করে আসি। এখানে জব আরও বেড়ে যাবে। এজনের সাথে আরও অন্যজন যোগ হয়ে যাবে। সুতরাং আগে ১০০ জন জব পেয়ে থাকলে এখন দেড়শজন জব পাবে ইনশাআল্লাহ। এভাবে জবের সংখ্যা বেড়ে যাবে। কিন্তু আমরা কোনো মাকে কাজ করতে বাধ্য করবো না। যার প্রয়োজন আছে, যোগ্যতা আছে, কাজ তার হাতে সম্মানের সাথে তুলে দেব। তার নিরাপত্তা কর্মক্ষেত্রে বিধান করা হবে ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘যদি কোনো শিল্প, কোনো ইন্ড্রাস্ট্রি মহিলাদেরকে কাজে নিতে না চায়, তাহলে সরকার নীতিমালা করে দেবে যে এতটুকু নিতে হবে। কেউ যদি না আসে পুরুষ দিয়ে পূরণ করবে অসুবিধা নাই। আবার নারীদের মাঝে কেউ যদি বলেন আমি ৮ ঘণ্টা কাজ করেই ৮ ঘণ্টার বেতন নিতে চাই তাকে সম্মানিত করা হবে বাড়তি, ইনশাআল্লাহ। তিনি যে সম্মানটা দেখালেন রাষ্ট্রকে, এজন্য তাকে সম্মানিত করা হবে। কাজ করতেও কাউকে বাধ্য করা হবে না, কাজ থেকে বিরত থাকতেও কাউকে বাধ্য করা হবে না। এটা থাকবে অপশনাল, চয়েজ, অল্টারনেট চয়েজ।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews