বগুড়ার শেরপুর থানার হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামিকে ২৩ ঘণ্টা পর গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোর ৬টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার একটি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই আসামির নাম রাব্বি মিয়া (২৭)। তার বাড়ি শেরপুর উপজেলার আমিনপুর কলোনি গ্রামে। পুলিশ জানায়, রাব্বি মিয়াকে গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্রেপ্তার করে শনিবার ভোরে শেরপুর থানায় আনা হয়। তিনি বাথরুমে যাওয়ার কথা বললে, কর্তব্যরত কনস্টেবল রাশেদুল ইসলাম তাকে বের করে আনেন। এ সময় রাব্বি পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে এএসআই এরশাদ হোসাইন ও কনস্টেবল রাশেদুল ইসলামকে প্রত্যাহার করে বগুড়ার পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। শেরপুর থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, থানায়  পুলিশকে আঘাত করে পালানোর ঘটনায় রাব্বি মিয়ার বিরুদ্ধে নতুন মামলা করা হয়েছে। শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় রাব্বিকে সলঙ্গা উপজেলার একটি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews