পশ্চিমবঙ্গের ‘ধূমকেতু’ সিনেমা বাংলাদেশে মুক্তি দিতে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন টালিউড প্রযোজক রানা সরকার। তবে সোশ্যাল মিডিয়ায় প্রযোজকের এ আবেদনের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের নাগরিকরা। তারা বলছেন, ভারতের কোনো সিনেমা বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে না।

নিজের ফেসবুকে টালিউড প্রযোজক রানা সরকার লেখেন, ‘বাংলাদেশে ধূমকেতু রিলিজ দিতে আমরা আগ্রহী...। বাংলাদেশ সরকারকে অনুরোধ আপনারা আমাদের অনুমতি দিন বাংলাদেশের অগুনতি সিনেমাপ্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে।’

এরপর প্রধান উপদেষ্টা এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার উদ্দেশে লেখেন, ‘মাননীয় বাংলাদেশ সরকার ও মাননীয় উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী আমাদের আবেদন মঞ্জুর করুন।’

সবশেষে এই প্রযোজক লিখেছেন, ‘বাংলাদেশের দেব-শুভশ্রী ফ্যান ও দর্শক বন্ধুদের অনুরোধ করছি আপনারা বাংলাদেশে রিলিজ করার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করুন।’

তবে রানার এই অনুরোধে সরকারকে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা।তারা বলছেন, ইন্ডিয়ার মুভিতে বাংলাদেশকে ছোট করে দেখানো হয়, ফলে তাদের কোনো মুভি বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে না। 

তারিকুল ইসলাম নামে একজন লিখেছেন, ‘ধূমকেতু’ সিনেমা বাংলাদেশে মুক্তির কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের মুভি ভারতে চলে না। 

রবিন হোসেন লেখেনে, ‘ধূমকেতু’ সিনেমা আমরা বয়কট করলাম।

তৌহিদ আহমেদ লিখেছেন, ‘ক্ষুদা লাগলে বাংলাদেশের কথা মনে পড়ে।’

নুর মোহাম্মদ নামে একজন লিখেছেন, ‘ভারতের কোনো সিনেমা বাংলাদেশে মুক্তি দেওয়া চলবে না’।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews