সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই চর্চায় থাকেন টালিপাড়ার জনপ্রিয় মুখ অনন্যা গুহ। সেই স্কুলে পড়ার সময় থেকেই অভিনয়ে হাতেখড়ি। নায়িকা চরিত্রে কাজ না করলেও পার্শ্বচরিত্র দিয়েই জয় করেছেন বাংলার দর্শকদের মন। সঙ্গে বেশ জনপ্রিয় তার ইউটিউব চ্যানেলও। আর প্রেমিক সুকান্ত কুণ্ডুর সঙ্গে মাখোমাখো রসায়ন তো আছেই। জানা গেছে, দুই পরিবারই সিলমোহর দিয়েছে অনন্যা আর সুকান্তের প্রেমে। কবে দুজনের বাগদান সারছেন, তা জানিয়ে দিলেন এ তারকা জুটি। 

দুই পরিবারই প্রেমের সিলমোহরের পর এবার বাগদানেও সিলমোহর দিতে যাচ্ছেন অনন্যা ও সুকান্ত। যদিও এর মধ্যেই সুকান্তের কলকাতার ফ্ল্যাটে থাকা, বিভিন্ন জায়গায় ট্যুর— এমনকি অনন্যার বাড়িতেও সুকান্তের অবাধ যাতায়াত বেড়েছে। তাই শেষমেশ সিদ্ধান্ত নিয়েই ফেললেন তারা। এ তারকা জুটি ঘোষণা দিলেন গতকাল মঙ্গলবার ফেসবুকে এনগেজমেন্টের।

অনন্যার বয়স এখন সবেমাত্র ২০। যদিও সুকান্ত অনেকটাই বড় প্রেমিকার থেকে। তবে বয়স নিয়ে একটু হলেও রাখঢাক রাখেন এ ইউটিউবার। তাই দুজনে এদিন ভিডিওতে স্পষ্ট করলেন— এনগেজমেন্ট হলেও বিয়েটা এখন হচ্ছে না! দেখুন তাদের এনগেজমেন্টের ঘোষণা।

সুকান্ত এই ভিডিওটি শেয়ার করে লিখলেন—জীবনের একটা বড় খবর শেয়ার করছি তোমাদের সঙ্গে আজ! অনেকেই হয়তো অপেক্ষা করছিলে এটার জন্য…। 

এ ঘোষণা মাত্র ১৯ ঘণ্টার মধ্যে ভিডিওটি ভাইরাল। ২২ হাজার ভক্ত-অনুরাগী লাইক-লাভ রিঅ্যাক্ট দিয়েছেন। কমেন্ট পড়েছে আড়াই হাজারের বেশি। 

এক নেটিজেন লিখেছেন— এ রকম নেচে নেচে দুজনে মিলে সারাটা জীবনও পার করে দিও। আরেকজন লিখেছেন— বিয়ের খবরটা দেখলে আরও বেশি খুশি হতাম। যাই হোক শুভেচ্ছা। 

অনন্যা আর সুকান্তের বন্ধু অভিনেতা সায়ক মন্তব্য করে লিখলেন— ‘হ্যাপি হ্যাপি হ্যাপি’। 

উল্লেখ্য, অনন্যার কৃষ্ণকলি ধারাবাহিক দিয়ে অভিনয়ে হাতেখড়ি। এখনো তাকে অনেকেই চেনে মুন্নি নামে। এরপর তাকে মিঠাই ধারাবাহিকে পিঙ্কিজির চরিত্রে দেখা যায়। নজরে আসেন ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’, ‘তুঁতে’, ‘কমলা ও শ্রীমান পথ্বীরাজ’। তার শেষ কাজ ছিল নার্ভ সিরিজে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews