কক্সবাজারের সেন্টমার্টিনে জেলেদের জালে ধরা পড়েছে ৩৪ কেজি ওজনের একটি পোয়া মাছ। মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে সেন্টমার্টিনে উপকূলে জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি ১০ লাখ টাকায় বিক্রি করা হয়।

জেলেরা জানান, গত মঙ্গলবার ভোরে দ্বীপের বাসিন্দা আবদুল গণির নেতৃত্বে পাঁচ জেলে বঙ্গোপসাগরের মাছ শিকারে যান। সাগরে জাল ফেলার অনেক পরে জেলেরা জাল টানা শুরু করেন। পরে ওই পোয়া মাছ পাওয়া যায়। মাছটি দ্বীপের জেটিঘাটে আনা হলে তা দেখার জন্য ভিড় জমে উৎসুক মানুষের।

দ্বীপের ইউপি সদস্য মোহাম্মদ হাবিব জানান, মাছটি ফজল করিম নামে এক স্থানীয় মাছ ব্যবসায়ী ৮ লাখ টাকায় প্রথমে কিনেন। পরে তিনি চট্টগ্রামের এক মাছ ব্যবসায়ীর কাছে তা ১০ লাখ টাকায় বিক্রি করেন।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘পোয়া মাছের পেটের ভেতর ‘পদনা’ নামে বিশেষ অংশ থাকে। স্থানীয় ভাষায় এটাকে ‘ফুলা’ বলে, যা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এই ‘পদনা’ শুকিয়ে ওষুধের কাঁচামাল হিসেবে বিদেশে রপ্তানি করা হয়।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews