আমারএমপিডটকমের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা আমারএমপিডটকম-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। 

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ার মিলনায়তনে আমারএমপিডটকমের উদ্বোধন উদ্বোধন ঘোষণা করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ‍জুনাইদ আহমেদ পলক। 

আমারএমপিডটম-এর সভাপতি সুশান্ত দাসগুপ্তের সভাপতিত্বে ও শম্পা রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া। 

অনুষ্ঠানে মো. ফজলে রাব্বি মিয়া ৩০০ জন এমপির উদ্দেশে বলেন, ‘ভুলে যাবেন না, আমরা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। আমাদের ডিউটি ৯-৫টা নয়, ২৪ ঘণ্টা। আর এই ২৪ ঘণ্টার মধ্যে সবচেয়ে মূল্যবান হলো সংসদ অধিবেশন। সংসদে আপনাদের অনেককেই দেখা যায় না। সংসদের অধিবেশনে উপস্থিত হয়ে জনগণের কথা তুলে ধরতে হবে।'

তিনি আরো বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলছিলেন তখন বিএনপির নেত্রী খালেদা জিয়া বলেছিল, ডিজিটাল বাংলাদেশ আবার কী? 

আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে ডেপুটি স্পিকার বলেন, ‘২০১৮ সালের শেষে বা ২০১৯ সালের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি যা-ই বলুক না কেন, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতেই হবে। আর এই নির্বাচন প্রধানমন্ত্রীর নেতৃত্বেই হবে। আবারো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন জনগণকে উপহার দেবেন প্রধানমন্ত্রী।’ 

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘জয় তথ্যপ্রযুক্তির মাধ্যমে দেশকে অনেক ‍দূর এগিয়ে নিয়ে গেছেন। আর এতে সহযোগিতা করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।’ 

আমারএমপিডটকম রাজনৈতিক অঙ্গনে যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মন্তব্য করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘সারাদেশের এমপিদের উন্নয়নমূলক কাজের বিরুদ্ধে যেসব অপপ্রচার চালানো হয়, এসবের সময়োচিত জবাব দিতেই এই ডিজিটাল প্লাটফর্ম আমারএমপিডটকম চালু করা হয়েছে।’

ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুকের গুরুত্বের কথা উল্লেখ করে পলক বলেন, ‘আমরা যে বক্তব্য দিচ্ছি এখানে তিন শ’ মানুষ শুনছেন। কিন্তু এটা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভ করলে সাথে সাথেই ৩০ হাজার মানুষের কাছে পৌঁছে দেয়া সম্ভব।’

পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি বলেন, ‘আমারএমপিডটকমের মাধ্যমে এমপিদের সাথে সরাসরি যোগাযোগ করা সম্ভব। নাগরিক সেবা আজ হাতের মুঠোয়। জনগণের সাথে আমাদের যত বেশি সংযোগ হবে আমরা ততবেশি আমাদের দায়িত্ব পালনে সুবিধা করতে পারবো।’

অনুষ্ঠানে বিবার্তা২৪ডটকমের সম্পাদক ও আমারএমপিডটকমের প্রতিষ্ঠাতা-সদস্য বাণী ইয়াসমিন হাসি বলেন, আমারএমপিডটকম-এর মাধ্যমে প্রধানমন্ত্রীর সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। এটা একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম। এটি ব্যবহার করলে সারাদেশের এমপি ও সাধারণ জনগণের সাথে যোগাযোগের  দূরত্ব ঘুচে যাবে।’

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আমারএমপিডটকম সংগঠনের সাধারণ সম্পাদক ইফতেখার মোহাম্মদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিরোধীদলীয় নারী সংসদ সদস্য রওশন আরা মান্নান ও  সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য কোহেলী কুদ্দুস মুক্তি। অনুষ্ঠানে সেরা দশ সংসদ সদস্যকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

ইত্তেফাক/ইউবি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews