জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, গতকাল সোমবার খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়। একই দিন বিসিএস খাদ্য ক্যাডারের কর্মকর্তা ইলাহী দাদ খানকে চুক্তি ভিত্তিতে খাদ্যসচিব পদে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এখন কী কারণে তাঁর এই নিয়োগ বাতিল করা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানায়নি জনপ্রশাসন মন্ত্রণালয়।