সিঙ্গাপুরের ব্যস্ত সড়কে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। হঠাৎ ধসে পড়া রাস্তায় তৈরি হওয়া বিশাল গর্তে (সিঙ্কহোল) পড়ে গেল একটি চলন্ত গাড়ি। এতে গাড়িচালক নারী গুরুতর আহত হন।

শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টার দিকে সিঙ্গাপুরের মাউন্টব্যাটেন রোড ও নিকোল হাইওয়ের সংযোগস্থলের কাছে, তানজং কাটং রোড সাউথ বরাবর এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই রাস্তার একটি বড় অংশ ধসে পড়ে এবং সেখানে এক বিশাল গর্ত (সিঙ্কহোল) তৈরি হয়। দ্রুতই গর্তটি পানিতে ভরে যায়। সে সময় একটি গাড়ি গন্তব্যে যাচ্ছিল, যা নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি গর্তে পড়ে যায়।

গাড়িতে থাকা নারী চালক গুরুতর আহত হন। দ্রুত খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তাকে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে উদ্ধার করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় তান টক সেং হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, তার আঘাত গুরুতর হলেও বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন।

সিঙ্গাপুরের পাবলিক ইউটিলিটিস বোর্ড এবং ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তার নিচে পাইপলাইন বিস্ফোরণ, পানি জমে থাকা বা দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে ভূমি দুর্বল হয়ে এই ধসের সৃষ্টি হয়েছে।

দুর্ঘটনার পরই ওই রাস্তার অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং দ্রুত মেরামতকাজ শুরু করে কর্তৃপক্ষ। জনসাধারণকে ঐ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

এই ঘটনায় সিঙ্গাপুরের সড়ক অবকাঠামোর নিরাপত্তা নিয়ে জনমনে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের পর দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধ করা যায়।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

বিডি প্রতিদিন/মুসা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews