ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য বিতরণ নিরাপদ করতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট শনিবার জানিয়েছেন, ইউরোপের পাশাপাশি ফ্রান্সও গাজায় খাদ্য বিতরণের নিরাপত্তায় অবদান রাখতে প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেছেন, এই ধরনের উদ্যোগ হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলো সাহায্য পাচ্ছে ইসরাইলের এমন উদ্বেগেরও সমাধান করবে।

প্যারিস থেকে এএফপি জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরাইল-সমর্থিত খাদ্য বিতরণ কেন্দ্রগুলোয় বেসামরিক নাগরিকদের মৃত্যুর সংখ্যা বৃদ্ধির সমালোচনার পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় খাদ্য বিতরণ কেন্দ্রগুলোতে ৫০০ জন প্রাণ হারায়। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্যারোট।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার বামপন্থী দৈনিক হারেৎজে প্রকাশিত একটি প্রতিবেদনকে ‘ব্লাড লাইবেল (ইহুদি বিরোধী ধর্মীয় হত্যার কুৎসা)’ বলে নিন্দা করেছেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের সামরিক কমান্ডাররা গাজায় মানবিক সাহায্যের জন্য ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছে।

সাহায্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) শুক্রবার গাজায় ইসরাইল ও মার্কিন সমর্থিত খাদ্য বিতরণ প্রচেষ্টাকে ‘মানবিক সাহায্যের ছদ্মবেশে হত্যা’ বলে নিন্দা করেছে।

জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শুক্রবার বলেন, খাদ্যের সন্ধানে থাকা গাজায় ক্ষুধার্ত মানুষের ‘মৃত্যুদণ্ড’ দেয়া উচিত নয়।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মে মাসের শেষের দিক থেকে দুর্লভ সরবরাহের সন্ধানে পাঁচ শতাধিক মানুষ সাহায্য কেন্দ্রের কাছে নিহত হয়েছে।

গত মে মাসের শেষের দিক থেকে মানবিক সহায়তা নিতে আসা পাঁচ শতাধিক ফিলিস্তিনি সাহায্য কেন্দ্রের কাছে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews