এসি ব্যবহারের কয়েকটি ভুল না করলে বিদ্যুতের বিল সাশ্রয় হয়। আটটি টিপস ফলো করলেই বিদ্যুতের খরচ প্রায় অর্ধেক হয়ে যায়।

১. বীভৎস গরম পড়েছে ৷ শেষ কবে এমন গরম পড়েছিল অনেকেই মনে করতে পারছেন না। এসি চললেও সিলিং ফ্যান চালু রাখতে হবে। এসির সঙ্গে সিলিং ফ্যান ব্যবহার করুন। এতে কুলিংয়ের গতি বাড়বে ৷ ফলে কম্প্রেসারের উপরে চাপ কম পড়ে৷ এসির কম্প্রেসারের উপরে কম চাপ পড়লে বিদ্যুতের কম পোড়ে।

২. বারবার এসি অন বা অফ করবেন না। একটানা এসি চললে নির্দিষ্ট সময়ের পরে কম্প্রেসারটি বন্ধ হয়ে যায়। বারবার এসি বন্ধ করলে চালু করার সময়ে ধাক্কা লাগে কম্প্রেসারে। বারাবার এসি অফ অন করলে বিদ্যুতের বিল বেড়ে যায় এক ধাক্কায় অনেকটাই৷

৩. দাম একটু বেশি হলেও সর্বদা ৫ স্টার এসি ব্যবহার করুন। টাকা বাঁচানোর জন্য অনেকেই ৩ স্টার এসি ব্যবহার করেন। বিশেষজ্ঞদের মতে, ৫ স্টার এসির দাম যেমন বেশি সেটি একবার কিনে নিলে প্রতি মাসে বড় অঙ্কের টাকা বিল দেওয়ার সমস্যা আর থাকে না।

৪. এসির তাপমাত্রা নির্দিষ্ট রাখুন। ১৮-য় না রেখে সেটি ২৫ রাখলে প্রায় ৩০ শতাংশ কমে যায় এসির খরচ। এসির তাপমাত্রা যত কমবে কম্প্রেসারে তত বেশি চাপ পড়বে আর বিদ্যুতের বিল বাড়বে ৷

৫. এসির আউটডোর ইউনিট প্রখর রোদে কোনও ভাবেই রাখবেন না। কেননা গ্রীষ্মের প্রখর রোদে কম্প্রেসারকে স্বাভাবিকের থেকে বেশি সময় ধরে চলতে হয়। সেই কারণেই বাড়ে বিদ্যুতের বিল বাড়বে।

৬. নিয়ম করে এসি সার্ভিস করতে হবে৷ গরম পড়ার সঙ্গে সঙ্গে এয়ার কন্ডিশনারে জমে থাকা ধুলো বালি মুক্ত করতে হবে৷ এতে কুলিং-এর পদ্ধতিও ভাল হয়।

৭. এসি চলার সময়ে দরজা জানলা সম্পূর্ণ রূপে বন্ধ রাখতে হবে৷ প্রয়োজনে দরজা জানলা মোটা সিল করে দিন এসি চলার সময়ে৷

৮. ঘরে এসি চলার সময়ে অন্য সমস্ত ইলেকট্রনিক যন্ত্র বন্ধ রাখুন৷ এতে অর্থাৎ টিভি, ফ্রিজ, কুলার ইত্যাদি বন্ধ রাখুন। এতে বিদ্যুতের খরচ কম হবে৷



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews