শ্বশুর-শাশুড়ির কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় মতিয়া চৌধুরী

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ফাইল ছবি

শ্বশুর-শাশুড়ির কবর জিয়ারতের মধ্য দিয়ে মঙ্গলবার সকালে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি শেরপুর-২ আসনে নৌকা প্রতীকে ভোটযুদ্ধে নেমেছেন।



এরপর বানেশ্বরদী গ্রামের ভোটারদের সঙ্গে দেখা সাক্ষাৎ ও প্রচারপত্র বিলি করেন মতিয়া চৌধুরী। এছাড়াও উপজেলার বানেশ্বরদী ইউনিয়ন, ভূরদী, মোজার বাজার, কবুতরমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, বাউশা স্কুল মাঠ, চন্দ্রকোনা বাজার, সাহাপাড়া বাজারসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ন স্থানে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।

আরো পড়ুন: বিএনপি নেতা টুকু-দুলুর বিরুদ্ধে ইসির আপিল

মন্ত্রী তার বক্তৃতায় আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং স্বাধীনতার স্ব-পক্ষের শক্তির হাতে দেশ পরিচালনার দায়িত্ব প্রদানের জন্য নৌকা প্রতীকে ভোটপ্রদানের আহ্বান জানান।

ইত্তেফাক/এএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews