আগামী বছর ২৮ এপ্রিল থেকে ১০ মে লন্ডনে বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ হবে।  পুরুষ ও মহিলা দলগত প্রতিযোগিতার বাছাইয়ে অংশ নিতে বাংলাদেশ  পুরুষ ও মহিলা দল নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। 

কোচ সৈয়দ মাহমুদুজ্জামান শাহেদের নেৃতত্বে পুরুষ দলের শীর্ষ ৪ র‌্যাংকধারী খেলোয়াড়রা হলেন - রামহিম লিয়ন বম, মুহতাসিন আহমেদ হৃদয়, ইমরুল কায়েস ইমন এবং জাভেদ আহমেদ। নারী দলের শীর্ষ ৪ র‌্যাংকের খেলোয়াড়রা হলেন  - সাদিয়া রহমান মৌ, সোনাম সুলতানা সোমা, খই খই সাই মারমা এবং ঐশী রহমান। 

দলের ম্যানেজার  অ্যাডহক কমিটির সদস্য এবং আইটিটিএফ এর লেবেল টু কোচ মাঈনুল ইসলাম চিশতী। দলকে উৎসাহিত করতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ. এম. মাকসুদ আহমেদ সনেট দলের সঙ্গে আছেন। 

অল নেপাল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন আয়োজিত বিশ্ব টেবিল টেনিস দক্ষিণ এশীয় বাছাইপর্ব চ্যাম্পিয়নশিপ ৩০ থেকে ৩১ জুলাই জাতীয় টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রে হবে। 

এশিয়ান টেবিল টেনিস ইউনিয়নের বার্ষিক কর্মসূচি অনুসারে এই প্রতিযোগিতায় নেপাল, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং মালদ্বীপ অংশগ্রহণ করছে। ভারত ১০ জন করে খেলোয়াড় পাঠালেও অন্যদলগুলো ৮ জন করে খেলোয়াড় পাঠিয়েছে। প্রতিযোগিতা থেকে পাকিস্তান এবং ভুটান শেষ মুহূর্তে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। 

বাংলাদেশ নারী দলের অভিজ্ঞ খেলোয়াড় সোনাম সুলতানা সোমা কাঠমান্ডু থেকে বাংলা ট্রিবিউনকে আশাবাদী কণ্ঠে বলেছেন,  ‘আমরা কাঠমান্ডুতে এসেছি ভালো ফল করতে, যেন বাছাই পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিতে পারি। আমরা আশাবাদী।’

বুধবার সকাল থেকে পুরুষ ও নারী দলের খেলা শুরু হচ্ছে।  সারাবিশ্ব থেকে ৬৪টি পুরুষ এবং ৬৪টি নারী দল ২০২৬ সালের বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। নেপালের আঞ্চলিক পর্যায়ে প্রতিটি বিভাগে বিজয়ী দল মূল পর্বে খেলবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews