ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকারের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

নিজের অফিসিয়াল টুইটার ও ইউটিউব চ্যানেলেশেয়ার করা ৪ মিনিট ৪২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একেবারে বাঘের মুখোমুখি হয়েছেন শচিন। গত জানুয়ারিতে তাড়োবা সাফারি অভিযানে এ অভিজ্ঞতা মুখোমুখি হন ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা এ ব্যাটসম্যান।

একেবারে সামনে থেকে বাঘ দেখার অভিজ্ঞতার ভিডিওটি ইতিমধ্যে ভার্চুয়াল জগতে ভাইরাল হয়েছে।

জিনিউজের খবরে বলা হয়,তাড়োবা টাইগার প্রকল্পে সাফারি অভিযানে গিয়েছিলেন শচীন টেন্ডুলকার। টেন্ডুলকারের পছন্দের জায়গা তাড়োবা। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ঘুরতে গিয়েছিলেন তিনি।

ভিডিওতে দেখা যায়, ঝোপঝাড়ের মধ্য দিয়েগাড়ি দিয়ে যাচ্ছেন ভারতীয় এ কিংবদন্তি। এক সময় হঠাৎ একটি বাঁশের কঞ্চি তার চোখের সামনে আসে। বাউন্সার বল এড়িয়ে যাওয়ার মতো করেই তিনি সরে যান। সামান্য অসতর্কতাই বড় বিপদ সেখানে বয়ে আনতে পারতো। এভাবে গাছের ডালপালা এড়িয়ে গহীন জঙ্গলে তার ভ্রমণটি যে কেমন রোমাঞ্চিত ছিল তার বর্ণনাও তিনি তার ভিডিওতে বলেছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews