ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

শিশু ধর্ষণের ঘটনা বেড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র, ছবি প্রতীকী

মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ বাংলাদেশে শিশু ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে।

সংস্থা তিনটির এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের প্রথম সাত মাসে শিশু ধর্ষণের ঘটনা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭৫ শতাংশ বেড়েছে, যা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক প্রতিবেদনে উঠে এসেছে।

আসকের তথ্যের বরাত দিয়ে সংস্থাগুলোর যৌথ বিবৃতিতে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৩০৬ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে, যেখানে ২০২৪ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ১৭৫।

এদের মধ্যে ৪৯ জন শিশুর বয়স ৬ বছরের মধ্যেএবং বাকিরা ৭ থেকে ১৭ বছর বয়সী।

অন্তত ১৫২টি ঘটনায় কোনো মামলা হয়নি, ফলে ধর্ষণের শিকার শিশুরা বিচার থেকে বঞ্চিত হয়েছে।

এই সময়ের মধ্যে ৩০ জন ছেলে শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে ও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সংস্থা তিনটি সরকারের প্রতি কিছু সুপারিশ করেছে যার মধ্যে আছে––শিশুধর্ষণ ও যৌন নির্যাতনের প্রতিটি ঘটনা দ্রুত ও সঠিকভাবে তদন্ত করা এবং অপরাধীদের বিচারের আওতায় আনা।

ধর্ষণ মামলার তদন্ত ১৫ দিনের মধ্যে এবং বিচার ৯০ দিনের মধ্যে শেষ করার সংশোধিত বিধান কার্যকর করা, মামলার অগ্রগতির ওপর কড়া নজরদারির জন্য শক্তিশালী মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা, শিশুবান্ধব আদালত ও আইনগত প্রক্রিয়া তৈরি করা, নির্যাতনের শিকার শিশু ও তাদেরপরিবারকে আইনগত ও মানসিক সহায়তা প্রদান।

স্কুল ও মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে হয়রানির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন।

গোপনে অভিযোগ করার ব্যবস্থা রাখাএবং নির্যাতনে জড়িত শিক্ষক বাকর্মীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।

আইন প্রয়োগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সেবা সমন্বিত একটি বিস্তৃত জাতীয় কৌশল তৈরি ও বাস্তবায়ন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews