মানবজমিন ডেস্ক

বিশ্বজমিন ২৫ জানুয়ারি ২০২০, শনিবার



বৃহস্পতিবার ইসরায়েল সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে যাওয়ার পর তার সঙ্গে দেখা করেন রাশিয়ায় আটক এক ইসরায়েলি নারীর মা। পুতিন তাকে আশ্বস্ত করে বলেন, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু শুক্রবার রুশ কর্মকর্তারা জানিয়েছেন, আটক ইসরায়েলি নারী নামা ইসাচার এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি। তাই তাকে মুক্তি দেয়া সম্ভব নয়। গত বছরের অক্টোবর মাসে মাদক মামলায় সাদা হয় নামা ইসাচারের। তাকে সাড়ে সাত বছরের কারাদন্ড দেয় রুশ আদালত। তবে তিনি তার সাজা মওকুফের জন্য কোনো আবেদন করেন নি।এ নিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, কোনো ধরণের আবেদন ছাড়া রাষ্ট্রপতির ক্ষমা পাওয়ার আশা নেই তার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews