আজ প্রয়াত নায়করাজ রাজ্জাকের জন্মদিন। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতার নাকতলায় জন্ম নেওয়া আবদুর রাজ্জাক এক সময় হয়ে উঠলেন বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি। নায়করাজ খ্যাতি পাওয়াটা রাজ্জাকের জন্য খুব একটা সহজ ছিল না। প্রচণ্ড পরিশ্রম আর অধ্যবসায় তাকে এদেশের চলচ্চিত্রের শীর্ষ ব্যক্তিত্বে পরিণত করে।

নায়করাজ রাজ্জাকের জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানী বুদ্ধিজীবী কবরস্থানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ শিল্পী সমিতি। সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন সমিতির সভাপতি মিশা সওদাগর, সহসভাপতি রিয়াজ ও সাধারণ সম্পাদক জায়েদ খান।

সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমকে জানান, নায়করাজ ছিলেন শিল্পী সমিতির প্রথম সভাপতি।  তার নেতৃত্ব ইন্ডাস্ট্রিকে আলোর পথ দেখিয়েছে। তার নামে একটি শুটিং ফ্লোরের নামকরণের জন্য এফডিসির এমডির কাছে লিখিত দাবি জানাবে চলচ্চিত্র শিল্পী সমিতি।

বিডি প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৮/ফারজানা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews