শুরুতেই তানজিদ হাসানকে হারানোর পর দলকে টেনে নিচ্ছিলেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্ত। এমন সময় শান্তর বিদায় বাংলাদেশকে আবারও ফেলেছে চাপে।
টসজয়ী বাংলাদেশ তৃতীয় ওভারে দলীয় ১০ রানে তানজিদকে হারানোর পর ১২তম ওভারে ৭৩ রানে হারালো শান্তকে। চারিথ আসালাঙ্কার বলে ওয়াইড লং-অনে শান্ত ক্যাচ দিয়েছেন মাহেশ থিকশানাকে।
শান্তর অবদান ১৯ বলে ১৪।
৪২ বলে ৩৯ রান নিয়ে খেলা ইমনের নতুন সঙ্গী তাওহিদ হৃদয়।
সবশেষ স্কোর: বাংলাদেশ ১২.২ ওভারে ৭৫/২
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
একাদশে দুটি পরিবর্তন এনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা শুরু বাংলদেশ সময় দুপুর ৩টায়।
বাংলাদেশ দল প্রথম ওয়ানডে থেকে দুটি পরিবর্তন এনেছে। লিটন কুমার দাসের জায়গায় এসেছেন শামীম হোসেন, তাসকিন আহমেদের জায়গায় হাসান মাহমুদ।
শ্রীলঙ্কা একাদশেও পরিবর্তন দুটি। মিলান রত্নায়েকে ও ইশান মালিঙ্গার জায়গা নিয়েছেন দুনিথ ওয়েলালাগে ও দুশমান্ত চামিরা।
আগের ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নিয়েছিলেন শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কা। পরে ম্যাচও অনায়াসে জিতেছিল তারা।
ব্যাখ্যাতীত ও অভাবনীয় ব্যাটিং ধ্বসে প্রথম ওয়ানডেতে বিশাল ব্যবধানে হেরে তিন ম্যাচের সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।
সময়টা একদম ভালো যাচ্ছে না বাংলাদেশের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি দিয়ে শুরু। এরপর চলতি বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও ভালো কাটেনি বাংলাদেশের। সব মিলিয়ে সবশেষ সাত ম্যাচের একটিতেও জয় নেই তাদের।
২০২৩ বিশ্বকাপ থেকে হিসেব করলে ২৪ ম্যাচে জয় মাত্র ৬টি। এই সময়ে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ছাড়া আর কোনো সিরিজও জিততে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার সামনে সুযোগ বদলা নেয়ার।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।
শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমান্থ চামিরা, আসিথা ফার্নান্দো।