বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা বলেছেন, রাষ্ট্রের অভ্যন্তরে চলাফেরা করা ও নিরাপত্তা পাওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। তাই রাষ্ট্রকে সব নাগরিকের এই অধিকার নিশ্চিত করতে হবে। এ জন্য তিনটি দাবি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ওই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের মাধ্যমে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। ঘটনার অন্তরালে যাঁরা আছেন, তাঁদেরও চিহ্নিত করে গ্রেপ্তার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে কোনো দখলদার, পাহাড়খেকো, নদীখেকো ও ভূমিদস্যু যেন এ ধরনের ঘটনা ঘটাতে সাহস না দেখান, সে জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।  

গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার লেকসিটি আবাসিক এলাকায় পাহাড় কেটে ভরাট করা ছড়া পরিদর্শনের সময় রিজওয়ানা হাসানের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। এ সময় তাঁর সফরসঙ্গী ও সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম ওরফে জসিমের নেতৃত্বে তাঁর অনুসারী দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ। বিবৃতিতে বলা হয়, ঘটনার সময় তাঁরা ছুরি, কিরিচ, দা প্রভৃতি দেশীয় ধারালো অস্ত্র বহন করছিলেন। এর আগে কমিশনারের লোকজন প্রতিনিধিদলের গাড়িটি আটকে রেখেছিলেন। পরে পুলিশ এসে গাড়ি ছাড়িয়ে নেয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews