কার্ডাশিয়ান ও জেনাররা কে কত টাকার মালিক?

বিশ্ব ফ্যাশনে এ সময় ‘বিউটি স্ট্যান্ডার্ন্ড’ তৈরিতে হাতে গোনা যে কজন ইনফ্লুয়েন্সার ও মডেল সবচেয়ে বেশি প্রভাব রাখছেন, তাঁদের মধ্যে কার্ডাশিয়ান ও জেনাররা অন্যতম। তাঁরা সবাই সুপারমডেল ক্রিস জেনারের সন্তান। তাঁর সময়ের অন্যতম সফল মডেল ক্রিস জেনার ১৯৭৮ সালে বিয়ে করেন সে সময়ের নামকরা মার্কিন অ্যাটর্নি ও ব্যবসায়ী রবার্ট কার্ডাশিয়ানকে। এই সম্পতির চার সন্তান। কোর্টনি কার্ডাশিয়ান, কিম কার্ডাশিয়ান, ক্লোয়ি কার্ডাশিয়ান ও রব কার্ডাশিয়ান। ১৯৯১ সালে ক্রিস ও রবার্টের বিচ্ছেদ হয়ে যায়। রবার্ট ২০০৩ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর ক্রিস বিয়ে করেন অলিম্পিকে সোনাজয়ী কেটলিন জেনারকে। ক্রিস যখন তাঁকে বিয়ে করেন, তখন তাঁর নাম ছিল উইলিয়াম ব্রুস জেনার। ২০১৫ সাল পর্যন্ত তিনি ছিলেন পুরুষ, এরপর লিঙ্গ পরিবর্তন করে হন নারী। তাঁদের দুই কন্যাসন্তান—কেন্ডাল জেনার ও কাইলি জেনার। ২০১৩ সালে এই সম্পতি আলাদা হয়ে যান। ২০১৪ সালে ক্রিস বিচ্ছেদের আবেদন করেন। ২০১৫ সালে ক্রিস ও কেটলিনের (ব্রুস জেনারের) পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়। এরপরই ব্রুস লিঙ্গ পরিবর্তন করে হন কেটলিন। তখন তিনি জানান, ছোটবেলা থেকেই ‘জেন্ডার ডিসফোরিয়া’তে ভুগছিলেন। মানে পুরুষের শরীর নিয়ে জন্মালেও মানসিকভাবে তাঁর মনে হতো যে তিনি নারী। যাহোক, জেনে নেওয়া যাক, ক্রিস জেনার ও তাঁর সন্তানেরা কত টাকার সম্পদের মালিক।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews