নতুন এ নীতিমালার আওতায় এআই দিয়ে তৈরি কণ্ঠস্বরের মাধ্যমে ফোনকল করা ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা করার পাশাপাশি বিভিন্ন শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এফসিসি। এ বিষয়ে এফসিসির চেয়ারউইমেন জেসিকা রোজেনওয়ারসেল এক বিবৃতিতে জানিয়েছেন, সাইবার অপরাধীরা চাঁদাবাজি করার পাশাপাশি ভোটারদের ভুল তথ্য জানানোর জন্য রোবোকলে এআই দিয়ে তৈরি নকল কণ্ঠস্বর ব্যবহার করছে। প্রতারণা ও ভুল তথ্য থেকে সবাইকে নিরাপদ রাখতে এটি সহায়ক হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews