ষষ্ঠ বোলারের বিকল্প নেই বাংলাদেশের। তা নিয়ে কিছুটা দুশ্চিন্তাও ছিল। তবে নিজেদের ষষ্ঠ বোলার হিসেবে নাজমুল হোসেনকে বেছে নিয়েছে বাংলাদেশ। প্রথম বলে যদিও চার হজম করেন। তবে চতুর্থ বলে তিনি ফিরিয়েছেন জানিথ লিয়াঙ্গেকে। তাঁর বলে লং অনে ক্যাচ দিয়েছেন লঙ্কান ব্যাটসম্যান। ৭৬ বলে লিয়াঙ্গে ও আসালাঙ্কার ৬৪ রানের জুটি ভেঙেছে তাতে।
নাজমুলের কিন্তু এটাই প্রথম উইকেট নয়— এর আগে ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে নিজের প্রথম উইকেট পেয়েছিলেন। তবে আজ উইকেট পাওয়ার পর তাঁর উদযাপন ছিল দেখার মতো।
কিন্তু তিনি যে পার্ট টাইমার— পরের ওভারেই তা বোঝা গেছে। প্রথম বলটিই উচ্চতার কারণে নো বল হয়, ওই বলে আসে ছক্কা। সবমিলিয়ে ওভারটিতে ১৩ রান দেন নাজমুল।