জুলাই বিপ্লব জয়া আহসানকে অনেকটাই বাংলাদেশি হয়ে উঠতে সাহায্য করেছে! যেমনটা করেছিলো করোনাকাল। এভাবে বলাটা সমীচীন নয়, তবুও বলা। কারণ, তার ক্যারিয়ারগ্রাফ, অর্জন, সফলতা আর ওঠা-বসা বিবেচনা করলে গত এক যুগে অন্তত তেমনটাই মনে হয়েছিলো। জন্মগতভাবে তিনি ঢাকার যতোটা, কর্মগতভাবে ততোধিক কলকাতার হয়ে আছেন!





সেখান থেকে ব্যতিক্রম হলো গত করোনাকাল। যখন তিনি ঢাকায় নিজ বাসায় একরকম আটকা পড়েছিলেন। দমে যাননি। এরমধ্যেই তিনি অভিনয় ও প্রযোজনায় হাত বসালেন। তৈরি হলো অসাধারণ এক ভিন্ন সময়ের সিনেমা ‘জয়া আর শারমিন’।

জয়া আহসান





এরপর দুনিয়া স্বাভাবিক জীবনে ফিরতে না ফিরতেই ঢাকার জয়া কলকাতায় ফুড়ুৎ! বেশ ক’টি প্রশংসিত কাজ করলেন টলিউড ক্যানভাসে। এরমধ্যে নাম লেখালেন বলিউড সিনেমাতেও! পর্দা শেয়ার করেছেন পঙ্কজ ত্রিপাঠির মতো অভিনেতার সঙ্গে। মানে করোনা শেষে- যেই জয়া, সেই জয়া! মাঝে মাঝে ঢাকায় আসেন বটে, সম্ভবত মায়ের টানে।

জিম্মি





না, এবার আর পরবাসী জীবন খুব বেশি টানতে পারলেন না সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই অভিনেত্রী। জুলাই অভ্যুত্থানের আগমুহূর্তে বাধ্যগত থিতু হলেন দেশে। এটাও অনেকটা লকডাউনের মতোই! কারণ, জটিলতা ভিসায়। জটিলতা ইমিগ্রেশনে। জটিলতা ভারতপ্রেমে। অবশেষে জয়া আহসান যেন ফের থিতু হলেন নিজ শহরে।

জয়া আহসান





করোনার মতো এবার আর শুটিং করেই থামেননি, বরং অনেকটা অনাদরে আটকে থাকা সেই সিনেমাটি মুক্তির ফুরসত পেলেন প্রযোজক জয়া। ছবিটি মুক্তি দিলেন গত মাসে (১৬ মে, ২০২৫)। এটি নির্মাণ করেছেন ‘হাসিনা: আ ডটারস টেল’ নির্মাতা পিপলু আর খান। যথারীতি এবারও তার নির্মাণে মুগ্ধতা ছড়ালো মাল্টিপ্লেক্সে।

তাণ্ডব





জুলাই বিপ্লবে আটকা পড়ে করোনার দায় মেটালেন জয়া, তা কিন্তু নয়। বরং তিনি যেন অনেক বেশি ঢাকাইয়া হয়ে উঠলেন এই বিপ্লবী সময়ে। কারণ, এর আগে এই দেশে যতগুলো সিনেমা করেছেন জয়া আহসান, প্রতিটি সিনেমা থেকেই তিনি পেয়েছেন অস্বস্তি আর দর্শকদের দিয়েছেন অতৃপ্তির স্বাদ। কলকাতার দুর্দান্ত জয়া যেন ঢাকার পর্দায় বারংবার ম্লান!



জয়া আহসান





‘দেবী’ সফলতার লম্বা বিরতির পর ‘জয়া আর শারমিন’ দিয়ে অভিনেত্রী-প্রযোজক জয়া যেন নতুন ওপেনিং করলেন নিজেকে, নিজ দেশে। সঙ্গে ঈদ বোনাস হিসেবে দর্শকদের দিলেন আশফাক নিপুনের আলোচিত ওয়েব সিরিজ ‘জিম্মি’। তারপর ঈদে যেভাবে জোড়া আঘাত হেনেছেন বাংলাদেশের পর্দায়, সেটা অনেকটা মধুর প্রতিশোধের মতো! ‘ঢাকাই সিনেমায় অচল জয়া’- এমন প্রবাদ ভেঙে দিলেন একই ঈদে পাশাপাশি দুই স্ক্রিনে দুই ঘরানার সিনেমায় নিজেকে মেলে ধরে!

উৎসব





একটি রায়হান রাফীর ‘তাণ্ডব’, অন্যটি তানিম নূরের ‘উৎসব’। এই ঈদে মুক্তি পাওয়া ছয়টি সিনেমার মধ্যে এখনও এগিয়ে রয়েছে জয়ার দুটি সিনেমাই। দুটি সিনেমাই ব্যতিক্রমী, একটি অ্যাকশন অন্যটি পারিবারিক। যেন বহুকাল পর জয়া আহসান নিজের মুখোমুখি দাঁড়িয়ে মুচকি হাসছেন নিজেই! দুটো ছবিই চলছে হাউজফুল, ঈদ থেকে এখনও।



জয়া আহসান





এরমধ্যে জুলাই বিপ্লব কিংবা ভারত বিদ্বেষ খানিক ম্লান হতে চললো। ঈদ উৎসবের রেশ কাটতে না কাটতেই, প্রায় এক বছর পর কলকাতার টালিগঞ্জে নতুন সিনেমার শুটিং বহরে যুক্ত হলেন অভিনেত্রী। ১৪ জুন মহরতের মধ্য দিয়ে কলকাতায় শুরু হয়েছে কৌশিক গাঙ্গুলীর ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার দৃশ্যধারণ। যেখানে হাজির ছিলেন জয়া।

এ সিনেমার প্রথম পর্ব সুপারহিট ‘অর্ধাঙ্গিনী’র মতো এবারও জয়ার সঙ্গে অভিনয় করবেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। এ তিনজনের সঙ্গে নতুন পর্বে যুক্ত হচ্ছেন ইন্দ্রাশিস রায়।

আবারও অর্ধাঙ্গিনী





সিক্যুয়েল সিনেমার মাধ্যমে ফের টলিউডে ফেরা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘কৌশিকদার সঙ্গে আমরা খুব এনজয় করে কাজ করি। এবারও তেমনটি হবে আশা করছি। কাজের ক্ষেত্রে প্রতিদিন আলাদা অভিজ্ঞতা হয়। নিজেকে আরও উন্নত করি অভিনেত্রী হিসেবে। এতে আবারও আমার সহশিল্পী হিসেবে চূর্ণী গাঙ্গুলীকে পাচ্ছি। তার মতো অভিনেত্রীকে সহশিল্পী হিসেবে পাওয়া মানে নিজের চরিত্রের আরও উত্তরণ ঘটা। আশা করছি, বেশ ভালো অভিজ্ঞতা নিয়ে সিনেমার কাজ শেষ করতে পারবো।’

এদিকে ‘অর্ধাঙ্গিনী’র শুটিংয়ে যোগ দেওয়ার আগের দিন পর্যন্ত জয়া আহসান প্রায় প্রতিদিন ঢাকায় ব্যস্ত সময় পার করেছেন ঈদের দুই সিনেমার প্রচারে। হলে হলে ঘুরছেন সাধ্যমতো। দর্শকের ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি। সম্ভবত টানা তিন ছবি থেকে ঢাকাই দর্শকদের যে ফিডব্যাক পেয়েছেন, তাতে তিনি ভীষণ প্রীত।

জয়া আহসান





এ বিষয়ে জয়া বলেন, “সিনেপ্লেক্সের ভেতরেও ‘তাণ্ডব’ দেখার সময় দর্শক যেভাবে শিস বাজাচ্ছে, হাততালি দিচ্ছে, সেটাতেই বলে দেয় সিনেমাটি মানুষের কতটা ভালোবাসা পাচ্ছে। আর ‘উৎসব’ নিয়ে ফিডব্যাকটা পাচ্ছি খানিকটা অন্যরকম ইমোশনাল। হল থেকে বেরিয়ে অনেক দর্শক বলছে, সিনেমাটি অনেক দিন থেকে যাবে মানুষের মনে। দর্শক আসলে ভালো গল্পের সিনেমা দেখতে চায়। এটি বারবারই প্রমাণ হচ্ছে। দুটি সিনেমা নিয়েই আমি খুব আনন্দিত।”

জানা গেছে, চলতি বছরই পশ্চিমবঙ্গে মুক্তি পাবে জয়া অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমাটি। যথারীতি বেশ আশাবাদী অভিনেত্রী।

জয়া আহসান





যদিও ঢাকা পক্ষের কপালে ফের বলিরেখা, আবার হাতছাড়া জয়াকে ভেবে!



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews