ইরানের হয়ে গোয়েন্দাগিরির অভিযোগে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী দেশটির কেন্দ্রীয় শহর রাআনানার এক দম্পতিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ইসরায়েলি পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, শিন বেত (ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা) এবং পুলিশের যৌথ অভিযানে সোমবার ওই দম্পতির বাসভবনে তল্লাশি চালানো হয়। অভিযানে বেশ কয়েকটি মোবাইল ফোন, কম্পিউটার, যোগাযোগ ডিভাইস ও প্রযুক্তিগত সরঞ্জাম জব্দ করা হয়।তাদের দুজনেরই বয়স ত্রিশের কোটায়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেওয়া হয়েছে এবং মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ড বৃদ্ধির আবেদন করা হবে বলে জানানো হয়েছে।

এটি গত দুই দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ইসরায়েলে গুপ্তচরবৃত্তি-সংক্রান্ত গ্রেপ্তারের ঘটনা। এর আগের দিন, একই ধরনের সন্দেহে আরও তিনজন ইসরায়েলিকে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ।তবে এই গ্রেপ্তারের বিষয়ে এখনো ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।

এর আগেও ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার সময় গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলি নাগরিকদের গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

উল্লেখ্য, ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এতে অন্তত ৯৩৫ জন নিহত ও ৫ হাজার ৬০০ জনের বেশি আহত হন।

পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যাতে ২৯ জন নিহত ও ৩ হাজার ৪০০ জনের বেশি আহত হন বলে জানায় হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেম।এই সংঘাত শেষ হয় ২৪ জুন কার্যকর হওয়া যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি যুদ্ধবিরতির মাধ্যমে।

সাম্প্রতিক এই গ্রেপ্তার ইসরায়েল-ইরান দ্বন্দ্বের মধ্যে নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলো এখন গোয়েন্দা তৎপরতা ও সাইবার হুমকি মোকাবেলায় আরও কঠোর অবস্থান নিচ্ছে।

সূত্র:https://tinyurl.com/3839a259



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews