এমন পরিস্থিতিতে কাজ কর‍তে চাই না -গোলাম ফরিদা ছন্দা

মানবজমিন

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১, ০০:০০

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। লকডাউনের মধ্যেও শুটিং করছেন। তবে শুধু দীপ্ত টিভির প্রচার চলতি 'মাশরাফি জুনিয়র' ধারাবাহিক নাটকের শুটিং করছেন বলে জানান তিনি। শুটিং কেমন চলছে? এ অভিনেত্রী বলেন, ভালো চলছে।তবে প্রচার চলতি এই ধারাবাহিকের বাইরে কোনো নাটকের শুটিং করছি না। ঈদের কোনো কাজই করিনি। আসলে করোনার এমন পরিস্থিতিতে কাজ কর‍তে চাই না। 'মাশরাফি জুনিয়র' ধারাবাহিকটি প্রতিদিনের। দর্শকের কাছেও এটি দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে। এ কারণেই খুব সাবধানতা অবলম্বন করে এর শুটিং করছি। এদিকে এটি ছাড়াও বাংলাভিশনে এই অভিনেত্রীর 'মমতাজ মহল' শিরোনামের আরও একটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এদিকে সম্প্রতি ছন্দা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের গাওয়া দুটো গান পোস্ট করেছেন। দুটি গানই 'মাশরাফি জুনিয়র' ধারাবাহিক নাটকে ব্যবহার করা হয়েছে। অভিনয় থেকে গানে কিভাবে? উত্তরে তিনি বলেন, অনেকেই হয়তো জানেন না আমি ছোট বেলায় গান শিখেছি। তবে অভিনয়ে ব্যস্ত হওয়ার কারণে গানে মনোযোগ দেওয়া হয়নি। কিন্তু বাসায় চর্চা ছিল। এর আগে এস আই টুটুলের সুরেও একটা টেলিছবিতে গান করেছি। তবে কি অভিনয়ের পাশাপাশি এখন থেকে নিয়মিত গানে পাওয়া যাবে? এ প্রসঙ্গে তিনি বলেন, গান নিয়ে সেরকম পরিকল্পনা নেই। কিন্তু গান করা হবে। অনেক সময় নাটকে নিজের সার্কেলের কারো গানের প্রয়োজন হলে হয়তো করবো। টিভি নাটকের বাইরে ছন্দা চলচ্চিত্রেও কাজ করছেন। এরইমধ্যে শেষ করেছেন মুশফিকুর রহমান গুলজারের ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’, আকরাম খানের ‘নকশিকাঁথার জমিন’ ও জাহিদ শাওনের ‘মিঠুর একাত্তর যাত্রা’ ছবির শুটিং। এদিকে নতুন ছবির শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। জুন-জুলাইয়ে শহীদ রায়হানের নতুন একটি ছবির শুটিং করবেন তিনি। এতে তিনি সংলাপ ছাড়াই অভিনয় করবেন। চরিত্রটি বেশ চ্যালেঞ্জের বলেও দাবি করেন তিনি।

এই সম্পর্কিত





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews