নিউজ আপলোড : ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯

শুভজন পদক ২০১৯ পাচ্ছেন বরেণ্য নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। এছাড়া আরও ৭ জন বিশিষ্ট নাগরিক পাচ্ছেন শুভজন গুণীজন সম্মাননা। শিল্প সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের প্রতি সম্মান জানিয়ে নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামকে শুভজন পদক- ২০১৯ প্রদানের পাশাপাশি ‘শুভজন’ উপাধীতেও ভূষিত করা হবে। এছাড়া শুভজন গুণীজন সম্মাননা যারা পাচ্ছেন তারা হলেন- লাকী ইনাম (মঞ্চ), তিমির নন্দী (সংগীত), মোহাম্মদ শামস উল ইসলাম (নন্দিত উদ্ভাবন, ব্যাংকার), শাহিদ উল মুনীর (তথ্যপ্রযুক্তি), সাদাত হোসাইন (সাহিত্য), এজেডএম নাফিউল ইসলাম (জনসেবা) এবং শহীদুল ইসলাম পাইলট (মফস্বল সাংবাদিকতা)।

শুদ্ধধারার সাহিত্য সাংস্কৃতিক কর্মীদের সংগঠণ শুভজন দেশীয় শিল্প সংস্কৃতির চর্চা ও বিকাশে শক্তিশালী বাহক হিসেবে কর্মময় ৭ বছর অতিক্রম করে প্রতিষ্ঠার ৮ম বছরে পদার্পণ করেছে।

এ উপলক্ষে আগামী ২৬ নভেম্বর মঙ্গলবার বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গিত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে এক আয়োজনের মধ্যদিয়ে শুভজন’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব, শুভজন পদক-২০১৯ প্রদান, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

“মানবিক মানুষ চাই” প্রত্যয় নিয়ে শুদ্ধধারার সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের সম্মিলনে গঠিত সামাজিক সাংস্কৃতিক সংগঠন শুভজন এর প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে বিগত ৬ বছর যাবত প্রবর্তিত হয়েছে ‘শুভজন পদক’ প্রদান। দেশের সার্বিক উন্নয়নে সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা বা সমাজ বিনির্মানের বিভিন্ন শাখায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশি নাগরিক বা বাংলাদেশি বংশোদ্ভুত বিদেশি নাগরিকগণকে প্রতি বছর এক বা একাধিক ব্যক্তিকে ‘শুভজন পদক’ প্রদান করা হড। পদক প্রাপ্ত ব্যক্তির জন্য পুরস্কার হিসেবে নগদ ১০ হাজার টাকার প্রাইজ বন্ড, শুভজনের নিজস্ব নকশার একটি ক্রেস্ট ও সনদপত্র এ পুরস্কারের অন্তর্ভুক্ত থাকবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews