চিটাগাং ক্লাব লিমিটেড আয়োজিত সুইমিংপুল এন্ড টেনিস ফেমিলী নাইট ৩০ নভেম্বর রাতে ক্লাব সুইমিংপুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জাকজমকপূর্ন এই অনুষ্ঠানে চিটাগাং ক্লাব চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন টেনিস, সুইমিংপুল ও উইমেন অ্যাফিয়ার্স বিভাগের মেম্বার ইনচার্জ জাহিদ সুলতান টিপু এবং ধন্যবাদ জ্ঞাপন করেন টেনিস সাব কমিটির কনভেনার মোহাম্মদ সোলায়মান। ক্লাব নির্বাহী কমিটির সাবেক সদস্য মঞ্জুরুল হক মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে সাঁতারে বিগত ২০ বছর ধরে অপরাজিত ও চ্যাম্পিয়নশিপ অক্ষুন্ন রাখতে পারায় ফজল রব্বান সুইটকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় । ক্লাব নির্বহী কমিটির সদস্য এম শফিউল আজম, মোসলেহ উদ্দিন আহমেদ (অপু), সুলতানুল আবেদীন চৌধুরী, আবু আহমেদ হাসনাত , মোহাম্মদ রফিকুল ইসলাম মিয়া (বাবুল), ডা. অলক নন্দীসহ সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং কমিটি মেম্বারবৃন্দ ও বহু ক্লাব মেম্বার সপরিবারে উপস্থিত ছিলেন। সব শেষে এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয় । প্রধান অতিথি চিটাগাং ক্লাব চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী বলেন, ক্রীড়া ও সাংস্কৃতি চর্চার মাধমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগে। তিনি বিভিন্ন আয়োজনে ক্লাব সদস্যদের আংশ গ্রহণ আরো বাড়ানোর উপর জোর দিয়ে বলেন, এতে ঐতিহ্যবাহী চিটাগাং ক্লাবের জৌলুস আরো বৃদ্ধি পাবে। বিজ্ঞপ্তি
The Post Viewed By: 2 PeopleThe Post Viewed By: 2 People