ভোটের পর আর গ্রামমুখো হননি বিধায়ক। গত চার বছর রাস্তায় পানি জমা, পানি নিষ্কাশনের মতো একাধিক সমস্যায় বিরক্ত গ্রামবাসীরা বিধায়ককে ‘শিক্ষা’ দিলেন। 

ভারতে আগামী বিধানসভা ভোট উপলক্ষে চার বছর পর নিজের কেন্দ্রে পদযাত্রা কর্মসূচিতে এসেছিলেন বিধায়ক। সেই পদযাত্রা হলো। তবে নোংরা পানি জমে থাকা রাস্তায়। গ্রামবাসীরা বিধায়কের কাজ না করার অভিজ্ঞতা পরখ করালেন তাকে দিয়েই।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। বিজেপির ওই বিধায়ক কমল সিং মালিক। পানি জমা রাস্তায় তার হেঁটে যাওয়ার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে গেছে।

সেই ভিডিওতে দেখা যায়, পাঞ্জাবি আর পাজামা পরা বিধায়কের খালি পা। তাকে ওই অবস্থায় হাত ধরে পানি জমা রাস্তায় টেনে নিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা। 

নেপথ্যে একজনকে বলতে শোনা যায়, দেখুন এখানে বিধায়ক পানি জমা রাস্তায় হাঁটছেন। কী করবেন! উনি এলাকায় এত দিন কোনো কাজই করেননি।

ভিডিওতে দেখানো ঘটনাটি নেটিজেনদের অনেকেই সমর্থন করেছেন। কেউ লিখেছেন, এমনটাই করা উচিত! আবার কারো মন্তব্য, ‘জনপ্রতিনিধিদের কাছে এভাবেই তাদের কাজের হিসেব চাওয়া উচিত।’ বিধায়কদের নিজের দেওয়া ‘ওষুধ’ নিজেরই চেখে দেখা উচিত বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।

সূত্র: আনন্দবাজার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews