তথ্যপ্রযুক্তি খাতের পাঁচটি বিভাগে শিক্ষার্থী ও স্টার্টআপদের প্রথমবারের মতো সম্মাননা দিতে যাচ্ছে বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন)। ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫’ দেবে প্রতিষ্ঠানটি।

সম্মাননা পেতে আগ্রহীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এরই মধ্যে এ প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিনের অফিসিয়াল ওয়েবসাইটে সাইন ইন করে আগ্রহী উদ্ভাবক, শিক্ষার্থী, স্টার্টআপ ও প্রযুক্তি প্রতিষ্ঠান আবেদন করতে পারবেন।

অংশগ্রহণের জন্য নির্ধারিত বিভাগসমূহ-
>> কনজিউমার: মিডিয়া, বিনোদন, পর্যটন, বিপণন, ব্যাংকিং, রিয়েল এস্টেট, ডিজিটাল মার্কেটিং
>> কমিউনিটি সার্ভিস: স্বাস্থ্য, শিক্ষা, আঞ্চলিক সেবা, পরিবেশ, টেকসই উন্নয়ন
>> ইন্ডাস্ট্রিয়াল: উৎপাদন, কৃষি, নির্মাণ, পরিবহন, জ্বালানি, টেলিকম
>> বিজনেস সার্ভিস: ফিনটেক, আইসিটি, নিরাপত্তা, মার্কেটিং, প্রফেশনাল সেবা
>> পাবলিক সেক্টর: সরকারি ও নাগরিক সেবা, ডিজিটাল গভর্নমেন্ট

শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্যাটাগরি:

১. জুনিয়র স্টুডেন্টস: স্কুল পর্যায়

২. সিনিয়র স্টুডেন্টস: উচ্চ মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ

৩. টারশিয়ারি স্টুডেন্টস: স্নাতক পর্যায়

এছাড়া স্টার্টআপ ক্যাটাগরিতে তিন বছরের মধ্যে সরকারি রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোম্পানিগুলো তাদের উদ্ভাবনী ধারণা বা প্রযুক্তি পণ্য নিয়ে অংশ নিতে পারবে।

সম্মাননা বিষয়ে বিন জানায়, অ্যাওয়ার্ডসের মূল উদ্দেশ্য হলো- বাংলাদেশে উদ্ভাবন ও সৃজনশীলতাকে উৎসাহিত করা, উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি, আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রযুক্তিগত উৎকর্ষতা প্রদর্শন করা, তথ্যপ্রযুক্তি খাতে নতুন মানদণ্ড স্থাপন ও ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নেওয়া। পাশাপাশি সম্ভাবনাময় প্রকল্পের জন্য বিনিয়োগকারী বা ভেঞ্চার ক্যাপিটাল সহযোগিতার সুযোগ সৃষ্টি করা।

এএএইচ/এমআইএইচএস/জিকেএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews