আর তাতেই আস্তানা গেড়েছে ভূতের দল। তবে সুখ ছিল না বেশি দিনের। বাড়িটি নজরে পড়ে এক প্রোমোটারের। উদ্দেশ্য ছিল, বাড়িটি ভেঙে বহুতল মাল্টিপ্লেক্স তৈরি করা। সেই ভূতেরা কি বাড়িটা বাঁচাতে পারবে? এ নিয়েই গল্প। সিনেমাটিতে মীর আফসার আলী, পরমব্রত চ্যাটার্জি, সব্যসাচী চক্রবর্তী, পরান বন্দ্যোপাধ্যায়, স্বস্তিকা মুখার্জির অভিনয় মন ছুঁয়ে যায় দর্শকদের।

‘গয়নার বাক্স’, হইচই
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে অপর্ণা সেন তৈরি করেন ‘গয়নার বাক্স’। এতে অভিনয় করেছেন কঙ্কণা সেন শর্মা, মৌসুমি চ্যাটার্জি, শাশ্বত চ্যাটার্জি প্রমুখ। এই হরর-কমেডি সিনেমা সে সময় ব্যাপক জনপ্রিয় হয়েছিল। সিনেমার গল্প দুই নারীকে নিয়ে। কঙ্কণা সেন শর্মার নতুন বিয়ে হয়। শ্বশুরবাড়িতে আসতেই শাশুড়ি তাকে দেয় একটি গয়নার বাক্স। তবে এই গয়নার বাক্স একেবারেই তাকে মন থেকে দেয়নি তার শাশুড়ি। মৃত্যুর পরই বিষয়টি সামনে আসে। মারা যাওয়ার পর শাশুড়ির ভূত এসে বিভিন্নভাবে কঙ্কনাকে অতিষ্ট করতে থাকে। তার দাবি, সে ওই গয়নার বাক্স ফেরত চায়। সে কি শেষে বাক্সটি পায়?



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews