পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এই মুহূর্তে অবস্থান করছে শ্রীলঙ্কায়। ইতোমধ্যে শেষ হয়েছে টেস্ট সিরিজ, চলছে ওয়ানডের লড়াই। তবে এর মাঝেই টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার (৪ জুলাই) লিটন দাসের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করে নির্বাচক প্যানেল।

টি-টোয়েন্টি দলে নেই নতুন মুখ। তবে বড় চমকের নাম মোহাম্মদ সাইফুদ্দিন ও নাঈম শেখ। দীর্ঘদিন পর দলে ফিরলেন দুজনে।

২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বশেষ মাঠে নেমেছিলেন নাঈম। আর গত বছর মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন সাইফউদ্দিন।

সর্বশেষ পাকিস্তান সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা, খালেদ আহমেদ, তানভীর ইসলাম ও সৌম্য সরকার।

আগামী ১০ জুলাই ক্যান্ডিতে হবে প্রথম টি-টোয়েন্টি। ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচ ১৩ জুলাই। তিন দিন পর ১৬ জুলাই শেষ টি-টোয়েন্টি কলম্বোতে। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews