সুপ্রিম কোর্টের নির্দেশনায় মত পাল্টালেন মোশাররফ





| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৮, ১২:০০ এএম





ইনকিলাব ডেস্ক : দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের সাবেক শাসক পারভেজ মোশাররফ। দেশে জাতীয় নির্বাচনে তার প্রতিদ্ব›িদ্বতা করার কথা। এ জন্য প্রচারণা চালাতে দেশে আসতে চান। কিন্তু এখন মন পাল্টেছেন তিনি। কেন? তার উত্তর তিনি নিজেই দিয়েছেন। বলেছেন, সুপ্রিম কোর্টের একটি নির্দেশনার কারণে তিনি মন পাল্টাতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, পাকিস্তানে ফেরার জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। কিন্তু তা আর সহসাই হচ্ছে না। পারভেজ মোশাররফ পাকিস্তানের সাবেক সেনাপ্রধান ও অল পাকিস্তান মুসলিম লিগের (এপিএমএল) চেয়ারম্যান। তিনি সর্বশেষ অবস্থান নিয়ে ভিডিও লিংকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। এ সময় মোশাররফ জানান, আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে তাকে। তবে আদালতে উপস্থিত হওয়ার পূর্ব পর্যন্ত তাকে গ্রেপ্তারে কর্তৃপক্ষকে বারণ করেছে সুপ্রিম কোর্ট। এ কারণে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে তাকে নতুন করে ভাবতে হয়েছে। কারণ, তাকে কোর্টে উপস্থিত হওয়ার পূর্ব পর্যন্ত গ্রেপ্তার না করতে নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট। কিন্তু কোর্টে উপস্থিত হওয়ার পরে কি হবে তা নির্দেশনায় স্পষ্ট নয়। ফলে ওই সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে। সেই ভয়ই পারভেজ মোশাররফ পাচ্ছেন। তিনি বলেছেন, আদালতে উপস্থিত হওয়ার পরে যদি আমাকে গ্রেপ্তার করা হয় তাহলে দেশে ফিরে কোনো সুবিধা পাবো না। পুরো বিশ্ব জানে যে, আমি একটি কাপুরুষ নই। তবু আমি এখন দেশে ফেরার জন্য একটি উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করবো। এ সময় সাংবাদিকরা তার কাছে তার সম্পদের বিষয়ে জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরো যে তদন্ত করছে সে বিষয়ে প্রশ্ন করেন। জবাবে মোশাররফ বলেন, তিনি একটি এপার্টমেন্টে তিনটি বেডরুমে বাসায় বসবাস করতেন। ওয়েবসাইট।





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews