বিয়ের গুঞ্জন নাকচ করে দিলেও কাব্যর সঙ্গে প্রেমের সম্পর্ক আছে কি না, সেই ব্যাপারে কিছু জানাননি অনিরুদ্ধ।
অনিরুদ্ধের সঙ্গে কাব্যর প্রেমের গুঞ্জন গত এপ্রিলে আইপিএলের সময়েও উঠেছিল। কয়েকটি মাধ্যমে দাবি করা হয়েছিল, তাঁরা দেড় বছর ধরে মন দেওয়া–নেওয়া করছেন। তবে অনিরুদ্ধর ঘনিষ্ঠজনেরা সেই সময় বলেছিলেন, তাঁরা দুজন শুধুই ভালো বন্ধু।