টানা দুই যুগ পর আবার রক সংগীতে মাতবে জামালপুর। আগামী ১৯ নভেম্বর জেলা অডিটোরিয়ামে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘জামালপুর রক ফেস্ট ২.০’।

এই আয়োজনে মঞ্চ মাতাবে ব্যান্ড লালন এবং একক শিল্পী সাইফ শুভ। আয়োজকদের মতে, দীর্ঘ বিরতির পর জেলা পর্যায়ে এমন একটি বৃহৎ রক ফেস্ট আয়োজন স্থানীয় সংগীতপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

কণ্ঠশিল্পী সাইফ শুভ বলেন, ‘জামালপুরের মাটিতে এত বড় আয়োজনের অংশ হতে পারা আমার জন্য আনন্দের ও গর্বের। কারণ আমি নিজেও জামালপুরের সন্তান। স্থানীয় তরুণদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।’

লালন-সাইফ শুভ ছাড়াও এদিন কনসার্টে গাইবে ব্যান্ড সময়, মেটাল ইরর, ব্লাক সোল্ডার্স ও রাফি।

আয়োজক কমিটি ‘চাচ্চুস টিম’ জানায়, এই রক ফেস্টের লক্ষ্য শুধু বিনোদন নয়—বরং তরুণদের সৃষ্টিশীল সংগীতচর্চায় উৎসাহিত করা এবং জামালপুরে সংগীতের ঐতিহ্য ফিরিয়ে আনা।

রক ফেস্টটি ১৯ নভেম্বর সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলবে। স্থানীয় শিল্পী ও তরুণ ব্যান্ডগুলোকেও ফেস্টে পারফর্মের সুযোগ দেওয়া হবে বলে জানায় আয়োজকরা।

বলা দরকার, সর্বশেষ ২০০০ সালে জামালপুর শহরে শেষ রক কনসার্ট হয়। তাতে অংশ নিয়েছিলেন নগর বাউল জেমস, কুমার বিশ্বজিৎ ও কানিজ সুবর্ণা। সঙ্গে অংশ নেয় স্থানীয় ব্যান্ড গ্রেট ওয়ার্ল্ড।

সেই কনসার্টের স্মৃতি টেনে সাইফ শুভ বলেন, ‘২০০০ সালের সেই কনসার্ট যখন হয়, তখন আমি ৩য় শ্রেণীর শিশু ছিলাম। ওটা ম্যাসিভ ছিলো জামালপুর-এর জন্য। তার পর এবার হচ্ছে, আর তাতে আমি নিজেই পারফর্ম করতে পারছি! এটা আমার জন্য দারুণ ব্যাপার।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews