আনিসুল হক বলেন, তিনি যত দূর জেনেছেন, হাইকোর্ট বিভাগে এই মামলা চলাকালে কোটাবিরোধী শিক্ষার্থীরা তাঁদের বক্তব্য আদালতের কাছে পেশ করার জন্য বা আদালতে উপস্থাপন করার জন্য কোনো আইনজীবী নিয়োগ করেননি। তাঁদের বক্তব্য সেখানে দেননি। তারপরও মামলাটির রায় হয়ে গেছে। মামলাটি এখন আপিল বিভাগে। গতকাল পর্যন্ত তাদের পক্ষে বক্তব্য উপস্থাপন করার জন্য তাদের নিয়োগ করা কোনো আইনজীবী ছিলেন না।

আইনমন্ত্রী বলেন, ‘আমি এখন শুনলাম যে তাঁরা (কোটাবিরোধী আন্দোলনকারীরা) আপিল বিভাগের মামলায় পক্ষভুক্ত হওয়ার জন্য দরখাস্ত করেছেন। আমি যতটা শুনেছি, আগামীকাল (বুধবার) বোধ হয় তার শুনানি হবে। সে ক্ষেত্রে আমি তো মনে করছি, তাঁরা সঠিক পথে হাঁটছেন। আমি এটাকে সাধুবাদ জানাই। এখন তাঁরা তাঁদের বক্তব্য আদালতে দেবেন। আশা করব, যেহেতু তাঁরা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা আন্দোলন প্রত্যাহার করবেন।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews