অ্যাপলের নতুন আইফোনে ফিচারটি যোগ করার কথা বলেছে জাপানি ব্লগ ম্যাকোটাকারা। চীনা সরবরাহকারীর প্রতিষ্ঠানগুলোর বরাত দিয়ে এই ব্লগ প্রকাশ করেছে সাইটটি।

খ্যাতনামা অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়োও আইফোনে এই ফিচার যোগ করা হতে পারে বলে এর আগে জানিয়েছেন-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

ওয়্যারলেস পাওয়ার শেয়ার ফিচারের পাশাপাশি ক্যামেরা আপগ্রেড এবং বড় ব্যাটারি রাখা হতে পারে নতুন আইফোনে। সাইটটিতে আরও বলা হয়, নতুন চার্জিং কেবল এবং আইঅ্যাড প্রো’র ১৮ ওয়াট চার্জিং পোর্ট আনা হতে পারে এতে। যদিও এতে ইউএসবি-সি পোর্ট ব্যবহার করা হবে না বলেই ধারণা করা হচ্ছে।

আইফোন দিয়ে তার ছাড়াই অন্য ডিভাইস চার্জিংয়ের ফিচারটি বেশ সহায়ক হতে পারে। অ্যাপলের নতুন প্রজন্মের এয়ারপডস-এ ওয়্যারলেস চার্জিং কেইস যোগ করায় আইফোন দিয়েই চার্জ করা যাবে এটি। এছাড়াও অ্যাপল ওয়াচ চার্জ করা যেতে পারে এই ফিচারের মাধ্যমে।

ইতোমধ্যেই হুয়াওয়ে মেইট ২০ প্রো এবং স্যামসাং গ্যালাক্সি এস১০ ডিভাইসে আনা হয়েছে ওয়্যারলেস পাওয়ার শেয়ার ফিচার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews