আজ সকালে ইরান থেকে ইসরায়েলের উদ্দেশে ছোড়া প্রায় ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, এ হামলা ছিল সুপরিকল্পিত ও বহুমুখী।



দক্ষিণ ইসরায়েলের বেয়ার শেভা শহরে অবস্থিত সোরোকা মেডিকেল সেন্টার সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতের শিকার হয়।

কেন্দ্রীয় ইসরায়েলের হোলোন, রামাত গান এবং তেল আবিবেও ক্ষেপণাস্ত্র আঘাত হানে।







এবারের হামলায় মোট ৬৫ জন আহত হয়েছেন। যার মধ্যে গুরুত্র আহত ৩ জন। মাঝারি আঘাত রেয়েছে ২ জনের। হালকা আঘাত পেয়েছেন ডজনখানেক মানুষ।

মাগেন ডেভিড অ্যাডম জানায়, শুধু হোলোন শহরেই তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন।

আইডিএফ এবং জরুরি সেবা সংস্থাগুলোর মতে, ইরানের এই হামলায় অন্তত ৭টি স্থানে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাত হেনেছে।

এর মধ্যে তেল আবিব, রামাত গান ও হোলোনে বিস্ফোরণ সবচেয়ে বেশি তীব্র ছিল।

সোরোকা হাসপাতালেও সরাসরি একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে দাবি করেছে ইসরায়েল, যা বহু মানুষের আহত হওয়ার কারণ হয়ে দাঁড়ায়।

এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ইসরায়েলি কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে এই হামলাকে নতুন এক উত্তেজনার সূচনা হিসেবে দেখা হচ্ছে। আহতদের চিকিৎসা দিতে হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

সূত্র: ওয়াই নেট

এমএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews