ঢাকা: বিগ সিটি কমিউনিকেশনস আনুষ্ঠানিকভাবে পা রাখলো নাটক ও সিনেমা প্রযোজনার জগতে। দেশের বিনোদন অঙ্গনে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতেই প্রতিষ্ঠানটির এ প্রয়াস।



জানা গেছে, বিনোদনের জগতে নতুন মাত্রা যোগ করতেই ‘বিগ সিটি কমিউনিকেশনস’ শুরু করেছে তাদের যাত্রা—যেখানে থাকবে নতুন ধারার গল্প, মানসম্পন্ন নির্মাণ এবং দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়ার প্রতিশ্রুতি।







আসছে সেপ্টেম্বর মাসের শুরু থেকেই দুইটি আলাদা ইউটিউব চ্যানেল—নাটক ঘর এবং বিগ সিটি এন্টারটেইনমেন্ট-এর নামের ব্যানারে নিয়মিত কন্টেন্ট প্রকাশ শুরু করবে প্রতিষ্ঠানটি। এ চ্যানেল দুটির মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় পরিচালক, শিল্পী ও কলাকুশলী নিয়ে নতুন ধারার, বাস্তবমুখী এবং হৃদয় ছোঁয়া গল্প উপহার দেওয়া হবে দর্শকদের।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ (১৭ জুলাই) জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান এবং মুশফিক আর ফারহানের সঙ্গে ৫টি নাটকের চুক্তি হয়েছে। এ নাটকগুলোতে সময়োপযোগী গল্প, সমাজ সচেতন বার্তা ও জীবনের টানাপড়েন উঠে আসবে। নাটকগুলো নির্মাণে থাকবেন নবীন ও অভিজ্ঞ পরিচালকরা, যারা বর্তমান সময়ের দর্শকদের ভালো গল্পের চাহিদা পূরণে অঙ্গীকারবদ্ধ।

এছাড়া প্রতিষ্ঠানটির ২টি চলচ্চিত্র নির্মাণের কাজ প্রক্রিয়াধীন বলে জানা গেছে। আগামী আগস্ট মাসের শুরুতে অফিসিয়াল ঘোষণা দেওয়ার প্রস্তুতি চলছে। এছাড়াও ‘বিগ সিটি কমিউনিকেশন’-এর বিশেষ আয়োজন হিসেবে প্রজেক্ট ‘এসপি হায়দার’ নামে একটি থ্রিলার ঘরানার ইউটিউব ফিল্ম সিরিজ আকারে নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। এই প্রজেক্টে আমরা চুক্তিবদ্ধ হয়েছি অভিনেতা জাহের আলভীর সঙ্গে। প্রতি মাসের শেষ সপ্তাহে ‘এসপি হায়দার’ ইউটিউব ফিল্মটির নতুন পর্ব একসঙ্গে মুক্তি পাবে বিগ সিটি এন্টারটেইনমেন্ট ও দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে। নির্মাতা হিসেবে থাকছেন রাইসুল ইসলাম অনিক। পরিবেশনায় ও প্রযোজনায় বিগ সিটি কমিউনিকেশনস।

বিগ সিটি কমিউনিকেশনসের পরিচালক ও কনটেন্ট প্রধান রাইসুল ইসলাম অনিক বলেন, বর্তমান সময়ের বাস্তবধর্মী ও হৃদয়স্পর্শী গল্প দর্শকের কাছে পৌঁছে দিতে নাটক ও সিনেমার মাধ্যমে সামাজিক বার্তা পৌঁছানো নতুন প্রতিভাবানদের সুযোগ দেওয়া হবে। সেই সাথে বরেণ্য শিল্পীদের সঙ্গে কাজ করার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে প্রতিষ্ঠানটিকে।

এছাড়াও বিগ সিটি কমিউনিকেশনস প্রযোজক আরাফাত ডালিম বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, গৎবাঁধা বিনোদনের বাইরে গিয়েও চিন্তাশীল ও আবেগঘন গল্প দিয়েই দর্শকদের মন জয় করা সম্ভব। তাই আমরা গল্পের প্রতি আস্থাশীল, দর্শকের ভালোবাসার প্রতি দায়বদ্ধ।

জেএইচ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews