গুগলের এআই চ্যাটবট জেমিনিতে যুক্ত হয়েছে নতুন ফিচার। যে কোনো ছবিকে ৮ সেকেন্ডের ভিডিওতে রূপান্তরিত করে দেবে এই ফিচার এবং সেটাও শব্দসহ। এই ভিডিও টুল আগে থেকেই ছিল গুগলে। এবার সেটি যুক্ত হলো গুগলের এআই প্ল্যাটফর্ম জেমিনিতে।

নতুন ফটো টু ভিডিও ফিচারটি গুগলের ভিও ৩ ভিডিও মডেল দ্বারা চালিত। এটি রেফারেন্স ছবিগুলোকে আট সেকেন্ডের ভিডিওতে রূপান্তর করতে পারে, যা হবে পুরোপুরি এআই-জেনারেটেড। সঙ্গে অডিও, ব্যাকগ্রাউন্ড নয়েজ, পরিবেশগত শব্দ এবং বক্তৃতাও অন্তর্ভুক্ত করে দেবে আপনি চাইলে।

ভিডিওগুলো ৭২০পি রেজোলিউশনে এবং ১৬:৯ ল্যান্ডস্কেপ ফর্ম্যাটে এমপি৪ ফাইল হিসেবে সরবরাহ করা হবে। আপনার ফোনে তোলা কোনো ছবি, কিংবা আঁকা কোনো ছবি, যাই হোক না কেন এখন সবই আপনি ছবি থেকে ভিডিও তৈরি করে নিতে পারবেন। আপলোড করতে পারবেন সোশ্যাল মিডিয়ায়।

এজন্য প্রম্পট বক্সের টুল মেনু থেকে ‘ভিডিওজ’ সিলেক্ট করতে হবে এবং ছবিটি আপলোড করতে হবে। এরপর প্রম্পটে লিখতে হবে ভিডিও ও অডিওর ডেসক্রিপশন। এতেই মনের মতো ভিডিও তৈরি হয়ে যাবে। এরপর ইচ্ছামতো শেয়ার কিংবা ডাউনলোড করা যাবে।

তবে আপাতত এই ফিচার কেবল গুগল এআই আলট্রা ও প্রো ইউজারদের জন্য। প্রথমে ওয়েবে এবং পরে ফোনে জেমিনি ব্যবহারকারীদের জন্য চালু হবে এ ফিচার।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews