সামনে ইতিহাস গড়ার হাতছানি টাইগারদের। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ এলো লিটনদের। ঘরের মাঠে আজই আসতে পারে সেই উপলক্ষ।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে মিরপুরে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। রোববার একই ভেন্যুতে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় স্বাগতিকেরা। এবার সুযোগ সিরিজ জয়ের।

পাকিস্তানের বিপক্ষে এর আগে কখনো টি-টোয়েন্টি সিরিজ জেতা হয়নি। অবশ্য দলটার বিপক্ষে বাংলাদেশের জয় ছিল মাত্র দু’টি। যার শেষটা আবার ৯ বছর আগে, ২০১৬ সালে।

সেই জয়টা ছিল আবার এশিয়া কাপে। এর আগে দ্বিপক্ষীয় দেখায় একবারই মাত্র পাকিস্তানকে হারাতে পেরেছিল বাংলাদেশ, ২০১৫ সালে। মোস্তাফিজের অভিষেক ম্যাচে হেরে যায় শহিদ আফ্রিদির দল।

এরপর ৯ বছরে আরো ১২ বার দেখা হলেও পাকিস্তানকে হারাতে পারেনি। অবশেষে গত ম্যাচে কাটে জয়খরা। আর তাতেই এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জ আর লঙ্কায় প্রথম সিরিজ জয়ের মাইলফলকটা এসেছে লিটন দাসের হাত ধরে। তার সামনে এবার আরো একটা প্রথমের হাতছানি। মিশন, পাকিস্তান বধ।

পূর্ণ মেয়াদের অধিনায়কত্ব পেয়ে এটাই প্রথম হোম সিরিজ লিটন কুমার দাসের। হোম ক্রাউড, পরিচিত মাঠ আর সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স। রশদ জোগাবে প্রথম ম্যাচের অভিজ্ঞতাটুকু।

আশা দেখাচ্ছেন বাংলাদেশের দু’ওপেনার। তানজিদ তামিম ও পারভেজ ইমন, দু’জনেই আছেন ছন্দে। কেউ না কেউ হাল ধরছেন দলের। টানছেন রানের গতি।

মোস্তাফিজের জাদুকরী বোলিং আর স্পিনারদের ভেলকি ঘরের মাঠে টাইগারদের বড় শক্তির জায়গা। গত ম্যাচেও রেকর্ড গড়া বোলিং করেন মোস্তাফিজ, পুরো চার ওভার বল করে মাত্র ৬ রানে নেন ২ উইকেট।

এদিকে প্রথম ম্যাচে জয়ের পর সোমবার আর মাঠে আসেনি বাংলাদেশ। বিশ্রামেই ছিল টাইগাররা। একই অবস্থা পাকিস্তানেরও, দ্বিতীয় ম্যাচের আগের দিনেও হোটেল বন্দী সালমান আগারা।

এই ম্যাচটা বাংলাদেশ খেলবে মাইলস্টোন ট্রাজেডিতে হতাহতদের জন্যে। গতকাল সোমবার উত্তরার এই স্কুলে বিমান দুর্ঘটনা বিষণ্ন গোটা দেশ। চারদিকে চলছে শোকের মাতম।

দেশের মাটিতে ইতিহাসের সবচেয়ে বড় এই বিমান দুর্ঘটনায় মারা গেছেন অন্তত ২০ জন, আহত প্রায় দু’ শতাধিক। যাদের অনেকেই আবার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। যা নাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেটকেও।

তাই হতাহতদের স্মরণে ম্যাচ শুরুর আগে নীরবতা পালন করবেন ক্রিকেটাররা। মাঠে নামবেন সবাই কালো ব্যাজ ধারণ করে। এমনকি শোক প্রকাশ করতে এদিন মাঠে বাজানো হবে না কোনো ধরনের সঙ্গীত।

এদিকে সন্ধ্যার দিকে হোম অব ক্রিকেটে বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews