Print This Post

সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

ঢাকা॥ বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানায় বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় মেরিডিয়ান ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেরিডিয়ান ফ্যাশন গার্মেন্টসে পাঁচ শতাধিক শ্রমিক কাজ করে। আজ আগস্ট মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস দেওয়ার কথা ছিল মালিকপক্ষের।

কিন্তু শ্রমিকরা সকালে কারখানায় যোগ দেওয়ার পরও প্রতিশ্রুতি পূরণের কোনো লক্ষণ দেখতে না পেয়ে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে উৎপাদন বন্ধ রাখে।

এরপর কারখানার ভেতরেই বিক্ষোভ ও কর্মবিরতি পালন শুরু করে তারা। ঈদের পর থেকে মানবেতন জীবন যাপন করছে উল্লেখ করে বকেয়া পাওনা না পাওয়া পর্যন্ত কাজে যোগ দেবে না বলে জানায় শ্রমিকরা।

শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে সাভার শিল্প পুলিশ কারখানাটি পরিদর্শন করেছে।

এদিকে শ্রমিকদের বেতন প্রসঙ্গে কারখানার পরিচালক তৌহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে জানা যায়, তিনি কারখানায় আসা বন্ধ করে দিয়েছেন।

এ বিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান জানান, শ্রমিকদের বেতন দেওয়ার বিষয়টি নিয়ে তাঁরা মালিকপক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন। শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সম্পাদনা: সাবরিনা ইভা

নিউজএক্সপ্রেসবিডি.কম, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews